আমেরিকা ২০ হাজার সেনা পাঠাচ্ছে ইউরোপে

আমেরিকা  ২০ হাজার সেনা পাঠাচ্ছে ইউরোপে
Image processed by CodeCarvings Piczard ### FREE Community Edition ### on 2017-08-17 09:01:41Z | | ÿFM>ÿho`ÿr|lÿš÷µI.

বাংলাদেশ সংবাদ – ইউরোপে অনুষ্ঠেয় একটি বিশাল সামরিক মহড়ায় অংশ নিতে নিজের ২০ হাজার সেনা পাঠাচ্ছে মার্কিন সরকার।

সোমবার (৭ অক্টোবর) মার্কিন সেনা কমান্ড এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। খবর স্পুৎনিক।

বিবৃতিতে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে ইউরোপে ২০ হাজার সেনা পাঠাবে আমেরিকা। এসব সেনা ২০২০ সালের এপ্রিল ও মে মাসে ইউরোপে অনুষ্ঠেয় ‘ইউরোপিয়ান ডিফেন্ডার’ নামক বিশাল মহড়ায় অংশ নেবে।

উল্লেখ্য, গত ২৫ বছরে ইউরোপ মহাদেশে একসঙ্গে এত বেশি সেনা আর পাঠায়নি আমেরিকা। এদিকে মার্কিন সেনাবাহিনী ইউরোপীয় কমান্ড এক বিবৃতিতে বলেছে, আগামী বছরের গোড়ার দিকে অনুষ্ঠেয় ওই মহড়ায় ২০ হাজার মার্কিন সেনার পাশাপাশি আমেরিকার মিত্র দেশগুলোর আরো ৩৭ হাজার সেনা অংশগ্রহণ করবে।

জার্মানি ও পোল্যান্ড যৌথভাবে ওই মহড়ার আয়োজন করবে।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন