বাংলাদেশ সংবাদ – গুটিকয়েক দুর্নীতিবাজ, অপকর্মকারী, টেন্ডারবাজদের জন্য আওয়ামী লীগ দুর্নামের ভাগিদার হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ‘চলমান শুদ্ধি অভিযান দুর্নীতিবাজ- অপকর্মকারী-টেন্ডারবাজদের বিরুদ্ধে। গুটিকয়েকের জন্য আওয়ামী লীগ দুর্নামের ভাগিদার হবে না। এ শুদ্ধি অভিযান ঢাকাতে এখন দৃশ্যমান হলেও ক্রমে সারা দেশে ছড়িয়ে পড়বে।’
শনিবার ( ২৮ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষ্য আওয়ামী লীগ আয়োজিত ‘ উন্নত সমৃদ্ধ বাংলাদেশের রূপকার তুমি, তুমিই বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আজ শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান শুরু করেছেন। শুদ্ধি অভিযানটি ক্রপশনের বিরুদ্ধে ক্রুসেড। এ যুদ্ধে আমাদের জিততে হবে। অপকর্মের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে। এ অ্যাকশন ঢাকা শহরে নয়, সারা বাংলায় চলবে।’
গুটিকয়েক অপকর্মকারীর জন্য পুরো দল দুর্নামের ভাগিদার হবে না দাবি এ সময় ক্ষমতাসীনদের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা বলেন, ‘গুটি কয়েক দুর্নামধারী, গুটি কয়েক অপকর্মকারীর জন্য পুরো দলের দুর্নাম হতে পারে না। গুটি কয়েকের জন্য পুরো দল দুর্নামের দায় নেবে না। এ গুটি কয়েকের বিরুদ্ধে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন। অপকর্মকারীদের জন্য আমাদের এতো অর্জন এতো উন্নয়ন ম্লাম হতে পারে না।’
চলমান শুদ্ধি অভিযানে সকলকে প্রধানমন্ত্রীর নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এসময় কাদের বলেন, ‘আমাদের নেত্রী এতো কষ্ট করে, ত্যাগ শিকার করে যে অর্জন করেছেন গুটি কয়েকের জন্য তা আমরা ম্লান হতে দিতে পারি না। আপনারা নেত্রীর সঙ্গে আছেন? এসময় সেমিনার হলে উপস্থিত সকলে সমস্বর সমর্থন জানন।’
‘আজ দেশে-বিদেশি সমাদৃত প্রশংসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশ্বের তিনজন সৎ রাষ্ট্র নায়কের একজন শেখ হাসিনা, দু’জন সেরা প্রধানমন্ত্রীর একজন শেখ হাসিনা। নিউজ উইকের প্রতিবেদনে বিশ্বের দশজন ক্ষমতাধর রাষ্ট্রনায়কের একজন শেখ হাসিনা। আমরা আজকের এদিনে তাকে অভিনন্দন জানায়।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমীর হোসেন আমুর সভাপতিত্বে এবং আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. হাছান মাহমুদের সঞ্চালনা আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, আবদুর রাজ্জাক, সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম প্রমুখ।
Comments are closed.
এ রকম আরও খবর
ঢাকায় নৌকার হাট
কবির হোসেন রাজধানীর খিলগাঁও থানার নাসিরাবাদ ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের বাসিন্দা।
| জাতীয়দামি জামদানি কেন লুকিয়ে রাখেন তাঁতি?
অফ হোয়াইট আর সোনালি জরির কাজ করা একটা জামদানি দেখাচ্ছিলেন
| অন্যান্যফলের মেলা
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে শুক্রবার থেকে শুরু হয়েছে জাতীয় ফল
| জাতীয়খুদে বিজ্ঞানীদের আবিষ্কার
খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের
| তথ্যপ্রযুক্তিফুলের রাজ্য
সবুজ-শ্যামল পাহাড়েঘেরা একটি অপূর্ব জায়গা হবিগঞ্জের ‘দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট’।
| জাতীয়ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি আর গাড়ি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট চলছে। আজ সোমবার সকাল নয়টার দিকে
| জাতীয়পানির এটিএম
এটিএমে টাকা মেলে, এটা পুরোনো কথা। কিন্তু রাজধানীতে এমন দুটি
| অন্যান্যআরেকটি পাকিস্তানি রূপকথা
কে না জানে, ক্রিকেট বিস্ময় উপহার দিতে ভালোবাসে। তাই বলে
| জাতীয়More News...