মিথ্যা বলে মাঠ গরম করছে বিএনপি – কাদের

মিথ্যা বলে মাঠ গরম করছে বিএনপি – কাদের

বাংলাদেশ সংবাদ – বিএনপির সাংগঠনিক কাজে সরকার বাধা দিচ্ছে- দলটির নেতাদের এমন অভিযোগ উড়িয়ে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির কোথাও কোনও সভা-সমাবেশে সরকার কিংবা পুলিশ বাধা দেয়নি। সবখানে তারা সভার অনুমতি পেয়েছে। সরকারের বিরুদ্ধে অভিযোগ ছাড়া বিএনপির এখন আর কিছু করার নেই। তারা মিথ্যা বলে বলে মাঠ গরম করার চেষ্টা করছে। সরকারের বিরুদ্ধে কল্পিত অভিযোগই এখন বিএনপির সম্বল।’

শুক্রবার (১৯ জুলাই) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অপর এক প্রসঙ্গে কাদের বলেন, ‘দুর্নীতি দুর্নীতিই। দুর্নীতির কোনও ব্যাখ্যা নেই। দুদক চেয়ারম্যান ‘সরল বিশ্বাস’ বলে কী বোঝাতে চেয়েছেন এটা তিনিই ভালো জানেন। তা আমার জানান নেই। তবে দুর্নীতিকে অন্যভাবে দেখার উপায় নেই।’

‘সরকার দেশের রোল মডেলের কথা বলে দুনীর্তিতে রোল মডেল গড়ে তুলছে’- বিএনপির এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি উন্নয়নের রোল মডেলের অর্থ কী বুঝবে? দেশের এতো উন্নয়ন তাদের চোখে পড়ে না। তাদের অতীতের দুনীর্তির চিত্রগুলো আয়নায় দেখা দরকার।’

দেশের বন্যা মোকাবিলায় দল ও সরকারের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বন্যাকবলিত এলাকয় প্রধানমন্ত্রীর নিদের্শনা আনুযায়ী সরকার তাঁদের পাশে দাঁড়িয়েছে। আজকেও জামালপুর ও গাইবান্ধায় আমাদের প্রতিনিধি গিয়েছে এবং স্থানীয় নেতাদেরও নিদের্শনা দেয়া হয়েছে। আমাদের টিম বন্যাদুর্গত এলাকায় যাচ্ছে। সরকারও আন্তরিকভাবে সব ব্যবস্থা নিচ্ছে।’

Comments are closed.

More News...

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ