যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার প্রেক্ষিতে শান্ত থাকার আহ্বান চীনের

যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার প্রেক্ষিতে শান্ত থাকার আহ্বান চীনের

বাংলাদেশ সংবাদ – যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পর পরিস্থিতি তীব্র উত্তেজনাময় হয়ে ওঠার প্রেক্ষাপটে চীন মঙ্গলবার এই আহ্বান জানিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং এক প্রেস ব্রিফিংয়ে বলেন, অন্ধের মতো চাপ বাড়াতে থাকলে সমস্যার সমাধান হবে না।
তিনি বলেন, এটিই সত্য বলে প্রমাণিত যে প্রত্যেক পদক্ষেপেরই বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এবং এটি আঞ্চলিক অস্থিরতাকে উস্কে দেবে।
তিনি বলেন, আমরা আশা করি সংশ্লিষ্ট সকলে শান্ত ও সংযত এবং উত্তেজনা আরো বাড়ে এমন কোন পদক্ষেপ থেকে বিরত থাকবে।
সম্প্রতি আকাশসীমা লংঘন করার অভিযোগে ইরান মার্কিন ড্রোন ভূপাতিত করায় ট্রাম্প তেহরানের ওপর হামলার নির্দেশ দিয়েও পিছু হটেন। তবে, তিনি সোমবার ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন যা উভয়দেশের উত্তেজনাকর পরিস্থিতিকে তীব্রতর করেছে।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন