বাংলাদেশ সংবাদ – জলবায়ূ পরিবর্তন জনিত সৃষ্ট বাংলাদেশের সমস্যা ও ৪০ হাজার বর্গকিলোমিটার নতুন ভূমি উদ্ধার ও এর সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু নৌ- পরিষদ আয়োজিত এক সেমিনার আজ সকালে ঢাকার সিরডাপ মিলনায়তনে সংগঠনের আহ্বায়ক আশরাফ বিন-নূর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওমর এস আরেফিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম হাবিবুন নাহার এমপি, উপমন্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। প্যানেল আলোচক ছিলেন ড. মোঃ মোস্তফা আলী, পানিসম্পদ ইঞ্জিনিয়ারিং অনুষদ, বুয়েট, ড. মীর তারেক আলী, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নেভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং অনুষদ, বুয়েট, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান লালটুসহ বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞগণ বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বঙ্গবন্ধু নৌ-পরিষদের আহ্বায়ক আশরাফ বিন-নূর। মূল প্রবন্ধ প্রতিপাদ্য বিষয়: ‘জলবায়ূ পরিবর্তন জনিত সৃষ্ট বাংলাদেশের সমস্যা ও ৪০ হাজার বর্গকিলোমিটার নতুন ভূমি উদ্ধার ও এর সম্ভাবনা’।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, পরিবেশ অবক্ষয় ও জলবায়ু পরিবর্তন জনিত কারণে বাংলাদেশসহ পৃথিবীর সকল দেশেই আজ ক্ষতিগ্রস্থ হচ্ছে। মানব সভ্যতার উন্নতি ও শিল্প বিপ্লবের কারণে মানুষের জীবনযাত্রা যেমন উন্নত হয়েছে, তেমনই শিল্পবর্জ্য নিঃসরণ ও অতিরিক্ত কার্বনড্রাই অক্সাইড গ্যাস বৃদ্ধির কারণে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির ফলে হিমালয় পর্বতের বরফ গলে নির্মাঞ্চলসমূহ ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের প্রায় ৩০ ভাগ ভূমি সমুদ্রগর্ভে তলীয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধরণের বিপর্যয় হলে আমাদের জন্য বড় ক্ষতির কারণ। এই জন্য দুর্যোগ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি থাকা দরকার। বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার যে কার্যক্রম পরিচালিত করছেন, এর বাস্তবায়ন করতে হলে অবশ্যই জলবায়ু পরিবর্তন জনিত সকল সমস্যার দ্রুত সমাধাণ করা দরকার। তাছাড়া বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে বিজ্ঞান সম্মত পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশের যে বিশাল ভূমি অর্জিত হয়েছে এর সঠিক ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করার সুযোগ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই বর্তমান সরকার ব-দ্বীপ পরিকল্পনা গ্রহণ করেছেন। এর বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি অবশ্যই সুদৃঢ় হবে।
বেগম হাবিবুন নাহার এমপি বলেন, নদীমাতৃক দেশ বাংলাদেশ। নদী আমাদের দৈনন্দিন জীবনযাত্রা, ব্যবসা, বানিজ্য, আমদানি, রপ্তানী, পরিবহন, যোগাযোগ, কৃষি, শিল্পসহ অর্থনৈতিক গতিশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নদীকেন্দ্রিক নগর সভ্যতা গড়ে উঠেছে। সুতরাং অর্থনৈতিক কর্মকান্ডে গতিশীলতার সৃষ্টিতে নদ-নদীর ভূমিকা অনস্বীকার্য। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের যে ক্ষতিকর প্রভাব পড়ছে এর সমাধানে পরিকল্পনাবীদ, রাজনীতিবিদ, বিশেষজ্ঞ, সমন্বয়ে পরিকল্পনা গ্রহণ করা দরকার এবং পরিবেশ অবক্ষয় রোধে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সভাপতির বক্তব্যে আশরাফ ইবনে নূর বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রবন অঞ্চল বাংলাদেশ। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, আমাদের নিত্যসঙ্গী। এই সকল দুর্যোগ মোকাবেলা করেই আমরা বেঁচে আছি। বিভিন্ন সময়ে এই সকল দুর্যোগে সম্পদের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে এবং দুর্যোগে মূল্যবান জীবন ধ্বংস হয়েছে। সুতরাং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের এখনই সঠিক পরিকল্পনা গ্রহণ ও তার যথার্থ বাস্তবায়ন করা দরকার। এই বিষয়ে বিশেষজ্ঞগণ একটি যৌথ কমিশন গঠনের মাধ্যমে সমস্যার ব্যাপকতা নির্ধারণ ও সেই আলোকে কর্মপরিকল্পনা গ্রহণের জন্য মতামত দেন।
Comments are closed.
এ রকম আরও খবর
ঢাকায় নৌকার হাট
কবির হোসেন রাজধানীর খিলগাঁও থানার নাসিরাবাদ ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের বাসিন্দা।
| জাতীয়দামি জামদানি কেন লুকিয়ে রাখেন তাঁতি?
অফ হোয়াইট আর সোনালি জরির কাজ করা একটা জামদানি দেখাচ্ছিলেন
| অন্যান্যফলের মেলা
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে শুক্রবার থেকে শুরু হয়েছে জাতীয় ফল
| জাতীয়খুদে বিজ্ঞানীদের আবিষ্কার
খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের
| তথ্যপ্রযুক্তিফুলের রাজ্য
সবুজ-শ্যামল পাহাড়েঘেরা একটি অপূর্ব জায়গা হবিগঞ্জের ‘দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট’।
| জাতীয়ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি আর গাড়ি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট চলছে। আজ সোমবার সকাল নয়টার দিকে
| জাতীয়পানির এটিএম
এটিএমে টাকা মেলে, এটা পুরোনো কথা। কিন্তু রাজধানীতে এমন দুটি
| অন্যান্যআরেকটি পাকিস্তানি রূপকথা
কে না জানে, ক্রিকেট বিস্ময় উপহার দিতে ভালোবাসে। তাই বলে
| জাতীয়More News...