প্রধানমন্ত্রীর পবিত্র ওমরাহ পালন

প্রধানমন্ত্রীর পবিত্র ওমরাহ পালন

বাংলাদেশ সংবাদ – সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমরাহ পালন করেছেন। ওমরাহ শেষে প্রধানমন্ত্রী দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের স্থানীয় সময় রাত ১টা আগে শনিবার (০১ জুন) পবিত্র ওমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তার ছোট বোন শেখ রেহানাও ওমরা পালন করেন।

রোববার (০২ জুন) সকালে প্রধানমন্ত্রী মদিনা যাবেন। সেখানে নবীর রওজা জেয়ারত করবেন। রাতে মদিনা থেকে মক্কা ফিরবেন তিনি।

রোববার দিবাগত রাতেই প্রধানমন্ত্রী মক্কা থেকে ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন। টানা ১২ দিনের সরকারি সফর শেষে ০৮ জুন (শনিবার) প্রধানমন্ত্রীর ঢাকার ফেরার কথা।

এর আগে ২৮ মে জাপান সফরে যান প্রধানমন্ত্রী। জাপান সফর শেষে ৩১ মে সৌদি আরব আসেন শেখ হাসিনা।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন