পার্লামেন্টে কংগ্রেস সিংহের মত লড়বে

পার্লামেন্টে কংগ্রেস সিংহের মত লড়বে

বাংলাদেশ সংবাদ – পার্লামেন্টে বিরোধী দলের মর্যাদা না পেলেও বিজেপি-কে ফাঁকা মাঠে খেলতে দিতে নারাজ কংগ্রেস। দলের সভাপতি রাহুল গান্ধী বলেছেন, মাত্র ৫২ জন সাংসদ থাকলেও কংগ্রেস পার্লামেন্টের ভেতরে “সাহসী সিংহের স্পর্ধা” নিয়ে লড়াই করবে। বিজেপি যাতে লোকসভার অভ্যন্তরে “ওয়াকওভার” না পায়, তা নিশ্চিত করবেন তার দলের আইনপ্রণেতারা।

দলের মুখপাত্র রণদীপ সুরজওয়ালা সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, কংগ্রেস বিরোধী দলনেতার পদের দাবি জানাবে না।

দলের সংসদীয় কমিটির নেত্রী নির্বাচিত হওয়ায় সোনিয়া গান্ধীকে এদিন অভিনন্দন জানিয়েছেন রাহুল। তিনি লিখেছেন, “শ্রীমতি সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেস শক্তিশালী ও কার্যকরী বিরোধী দলের ভূমিকা পালন করবেন। সংবিধানের পক্ষে গুরুত্বপূর্ণ অবস্থান রাখবেন।”

Comments are closed.

More News...

লায়ন গনি মিয়া বাবুল কবিসংসদ বাংলাদেশের সভাপতি নির্বাচিত

সাহিত্যে রফিকুল হক দাদু ভাইয়ের অসামান্য অবদান রয়েছে ….. লায়ন গনি মিয়া বাবুল