ঈদ উপলক্ষে পরিবহন ভাড়ায় নৈরাজ্য চলছে – ন্যাপ

ঈদ উপলক্ষে পরিবহন ভাড়ায় নৈরাজ্য চলছে – ন্যাপ

বাংলাদেশ সংবাদ – পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে সড়ক, নৌ ও আকাশ পথে অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে নৈরাজ্য চলছে অভিযোগ করে দ্রুত এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ।

রোববার (২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ অনুরোধ জানিয়েছেন।

তারা বলেন, গত কয়েকদিন ট্রেনের সিডিউল লন্ডভন্ড হওয়ায় রেলপথের যাত্রী সাধারণ অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন, সড়কের অবস্থা অন্যান্য সময়ের চাইতে ভালো থাকলেও ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি চলছে অহরহ। সড়ক পথে প্রায় রুটেই অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের শিকার হচ্ছেন যাত্রীরা।

নেতৃদ্বয় আরও বলেন, রেলপথে বেশিরভাগ ট্রেনের শিডিউল লন্ডভন্ড থাকায় রেলপথের যাত্রীসাধারণ পরিবার-পরিজন নিয়ে স্টেশনে এসে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন। আকাশপথে কোনো কোনো পথে ঈদযাত্রার টিকিট তিন থেকে চার গুণ বাড়তি মূল্যে টিকিট কিনতে হচ্ছে।

এ সকল অরাজকতা থেকে জনগণকে বাঁচাতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্তৃপক্ষকে যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান তারা।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন