বাগেরহাটে মাদক নির্মূলের দাবিতে গ্রামবাসিদের বিক্ষোভ

বাগেরহাটে মাদক নির্মূলের  দাবিতে গ্রামবাসিদের বিক্ষোভ

বাংলাদেশ সংবাদ (শেখ সাইফুল ইসলাম কবির)- বাগেরহাটের মোড়েলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নে মাদক নির্মূলের দাবিতে বিক্ষোভ ও পথসভা করেছেন এলাকাবাসি। (৩০ মে) বৃহস্পতিবার বেলা ১১টায় সোনাখালী বাজার সংলগ্ন পঞ্চকরণ ইউনিয়নের স্লুইসগেট এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।
বিক্ষোভকারিরা মাদক সিন্ডিকেটের সদস্যদের গ্রেফতারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পঞ্চকরণ, পুটিখালী ও সোনাখালী গ্রামে প্রভাবশালীদের ছত্রছায়ায় মাদক বিক্রেতা একটি চক্র মাদকের অবাধ বাজার বসিয়েছে। স্কুল কলেজগামী যুব সমাজকে বিপদগামী করে তুলছে তারা।
বুধবার রাতে মাদকের কেনাবেচা নিয়ে পঞ্চকরণ গ্রামের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নাজমুল ইসলাম দফাদার(২৫), ইয়ারুল ইসলাম(২১) ও রিয়াজুল ইসলাম(৩৫)কে মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদ করলে বুধবার রাতে পঞ্চকরণ গ্রামের বাসিন্দারা আজ বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, একই গ্রামের শাহিন হাওলাদার ও পিঞ্জু হাওলাদারসহ একটি সংঘবদ্ধ দল এলাকায় মাদাকের কেনাবেচাসহ নানা ধরণের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। ক্ষুব্ধ গ্রামবাসি শাহিন ও পিঞ্জুকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। সভায় বক্তব্য রাখেন পঞ্চকরণ ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম মিলন, যুবলীগ নেতা নাজমুল দফাদার, হাসান হাওলাদার, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, জব্বার শিকদার, মাষ্টার আনোয়ার হোসেন ও আলম হাওলাদারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এ ঘটনা সম্পর্কে ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, পিঞ্জু আমার ছেলে ছিলো ২ বছর পূর্বে তাকে ত্যাগ করা হয়েছে। এলাকায় সাধারণ মানুষকে বিবাধ করে অশান্ত করে তুলছে। এরা বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত।
এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, স্থানীয় রাজনীতি নিয়ে দু’পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। মূল ঘটনা মাদকের বিষয় নিয়ে নয়। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন