গাজীপুরে বঙ্গবন্ধু পাঠাগার উদ্বোধন

গাজীপুরে বঙ্গবন্ধু পাঠাগার উদ্বোধন

বাংলাদেশ সংবাদ – গাজীপুর মহানগরের ১৭৬/১ ভূরুলিয়া ঠিকানায় ২৫ মে বিকেলে বঙ্গবন্ধু পাঠাগার উদ্বোধন করা হয়। এই উপলক্ষে বঙ্গবন্ধু পাঠাগার কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বঙ্গবন্ধু পাঠাগারের উদ্বোধন করেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। বঙ্গবন্ধু পাঠাগারের সভাপতি লায়ন মোঃ আব্দুল মজিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রোমান শাহ আলম, সাধারণ সম্পাদক এম.এ ফরিদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রশিদ মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুৃল বলেন, বঙ্গবন্ধু ও তাঁর আদর্শ বাঙালি জাতির সবচেয়ে বড় সম্পদ। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলতে হবে। এই জন্যে প্রতি পাড়া-মহল্লায় পাঠাগার গড়ে তুলতে হবে। নান্দনিক ও সৃজনশীল মানুষ তৈরীতে পাঠাগারের অবদান অপরিহার্য। বই পড়ার মাধ্যমে কেবল জ্ঞান অর্জনই হয়নি, বরং বই পড়ার মাধ্যমে বিনোদন এবং মানুষের মানবিক গুণাবলি বিকশিত ও প্রসারিত হয়।
আলোচনা শেষে দেশ জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন