ভালো করতে চাইলে শুরুটা গুরুত্বপূর্ণ – মাশরাফি

ভালো করতে চাইলে শুরুটা গুরুত্বপূর্ণ – মাশরাফি

বাংলাদেশ সংবাদ – বৃহস্পতিবার লন্ডনে এবারের বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেওয়া দশ দেশের ক্যাপ্টেনদের নিয়ে আইসিসি আয়োজন করে ‘মিট দ্য ক্যাপ্টেন’ অনুষ্ঠান। 

কে জিতবে বিশ্বকাপ? কার হাতে উঠবে শিরোপা? কারা হবে চ্যাম্পিয়ন? কোন দল বেশি শক্তিশালী? এমন নানা প্রশ্ন ছিল সংবাদ সম্মেলনে।

অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘আয়ারল্যান্ডে শেষ সিরিজে আমরা অনেক ভালো খেলেছি। আমরা আশা করি, দুই তারিখে ডু প্লেসিদের বিপক্ষে ভালো খেলব। আশা করি, আমরা ভালো শুরু করবো।’

তখন একই মঞ্চে মাশরাফির বাঁ পাশেই বসা ছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। মাশরাফির কথার উত্তরে মজা করে ডু প্লেসিস বলেন, ‘এমনটি আমি আশা করি না।’ তখনই পুরো অনুষ্ঠানে হাসির রোল পড়ে।

আগামী ২ জুন দ্য ওভালে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। 

অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘সবকিছুই নির্ভর করবে শুরুটার ওপর। ভালো করতে চাইলে শুরুটা গুরুত্বপূর্ণ। তবে ক্রিকেট এমন একটি খেলা, নিজেদের দিনে যে কেউ যে কাউকেই হারাতে পারে। আমরা আত্মবিশ্বাসী, আমরা যেকোনও দলকেই হারাতে পারবো। কিন্তু কেমন শুরু করছি তার ওপর অনেককিছুই ডিপেন্ড করবে।’

বিশ্বকাপে নিজের দল নিয়ে ম্যাশ বলেন, ‘আমাদের দলে সিনিয়র ও জুনিয়রদের দারুণ একটি সমন্বয় আছে। প্রত্যেকেই ফর্মে আছে। এখন মূল মঞ্চে সেটি প্রমাণ করতে পারলেই হলো।’

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন