বাগেরহাটে ধানের ন্যায্যমূল্যের দাবিতে বিএনপির মানববন্ধন

বাগেরহাটে ধানের ন্যায্যমূল্যের দাবিতে বিএনপির মানববন্ধন

বাংলাদেশ সংবাদ (শেখ সাইফুল ইসলাম কবির) -ধানের ন্যায্যমূল্য প্রদানসহ মধ্যস্বত্তভোগী সিন্ডিকেট বন্ধ ও কৃষিপণ্যে পর্যাপ্ত ভর্তুকির দাবিতে বাগেরহাটের শরণখোলায় মানববন্ধন ও সমাবেশ করেছে বিএনপি।

শরণখোলা প্রেসকাবের সামনে বৃহস্পতিবার ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা বিএনপি সভাপতি মো. কামাল হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, কৃষকদের শ্রম-ঘামে ফলানো ফসল আজ মাঠে নষ্ট হচ্ছে। তারা ন্যায্য দাম পাচ্ছেনা। দেশে পর্যাপ্ত ফসল থাকা সত্বেও ব্যবসায়ীরা অন্য দেশ থেকে চাল আমদানি করছে। অথচ সরকারের সেদিকে কোনো নজর নেই। তারা বলেন কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এই শ্লোগানে বিএনপির কৃষকদের অধিকার আদায়ের এ আন্দোলন অব্যাহতভাবে চলবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি ডা. শফিকুল ইসলাম বাবুল, সাবেক সভাপতি ফজলুল হক তালুকদার, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল ইউসুফ, প্রচার সম্পাদক কাওসার আহমেদ, কোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী হোসেন, ধানসাগর ইউনিয়ন বিএনপির সভাপতি জলিল হাওলাদার, রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, যুবদলের সাধারণ সম্পাদক গাজী নাজমুল আহসান শিমুল, স্বেচ্ছ্বাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো. সিদ্দিকুর রহমান, জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সহিদুল ইসলাম সোহাগ, জেলা বাস্তুহারা দলের প্রচার সম্পাদক মো. শাহিন হাওলাদার, ছাত্রদল নেতা গোলাম রাব্বি, জাহিদ হোসেন রাব্বি, মইনুল ইসলাম প্রমূখ।।

Comments are closed.

More News...

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ