কমলাপুরে দ্বিতীয় দিনেও মানুষের উপচেপড়া ভিড়

কমলাপুরে দ্বিতীয় দিনেও মানুষের উপচেপড়া ভিড়

বাংলাদেশ সংবাদ – আসন্ন ঈদে ট্রেনের অগ্রীম টিকেট বিক্রির দ্বিতীয় দিনেও মানুষের প্রচন্ড ভিড় দেখা যাচ্ছে। সকালে সরেজমিনে কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে গিয়ে টিকিটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

সকাল ৯টায় টিকিট বিক্রি শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আজ দেয়া হচ্ছে ১ জুনের টিকিট। ২৬টি কাউন্টারে বিক্রি হচ্ছে এই টিকিট। এর মধ্যে ২টি কাউন্টার নারীদের জন্য সংরক্ষিত আছে। 

যাত্রীদের দুর্ভোগ কমাতে প্রথমবারের মতো কমলাপুরের বাইরে পাঁচটি স্থানে আগাম টিকিট বিক্রি হচ্ছে। কমলাপুর ছাড়াও এবার বিমানবন্দর রেলস্টেশন, তেজগাঁও, বনানী ও ফুলবাড়িয়ায় মিলছে টিকিট।

এছাড়া, ৫০ ভাগ টিকিট বিক্রি হচ্ছে অ্যাপ বা অনলাইনে। তবে আজও রেলওয়ের সার্ভারে ঢোকা যাচ্ছে না বলে অভিযোগ অনেকের। আগামীকাল পাওয়া যাবে ২ জুনের টিকিট, ২৫ মে ৩ জুনের এবং ২৬ মে ৪ জুনের আগাম টিকিট বিক্রি করা হবে। এ ছাড়া আগামী ২৯ মে ৭ জুনের, ৩০ মে ৮ জুনের, ৩১ মে ৯ জুনের, ১ জুন ১০ জুনের ও ২ জুন ১১ জুনের টিকিট।

টিকেট পেতে আগের দিনের মতোই রাত থেকে অপেক্ষা করছেন ঘরমুখো মানুষ। কেউ কেউ আবার আগের দিন ইফতার করে এসেই লাইনে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন।

Comments are closed.

More News...

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন-লায়ন মোঃ গনি মিয়া বাবুল

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল