নতুন রূপে ফিরছেন অনন্ত জলিল

নতুন রূপে ফিরছেন অনন্ত জলিল

বাংলাদেশ সংবাদ – বাংলা চলচিত্রের জনপ্রিয় নায়ক অনন্ত জলিল তার নতুন ‘দিন দ্যা ডে’ ছবিতে ফিরছেন নিউ লুকে।

ইরানের ফারাবি ফাউন্ডেশনের সঙ্গে দিন দ্যা ডে ছবিটি যৌথভাবে প্রযোজনার জন্য চুক্তি করা হয়।

আজ (২০ মে) নিজের ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করে অনন্ত জলিল লিখেছেন, ‘নিউ লুক ফর দিন দ্য ডে’।

ইরানের বিভিন্ন স্থানের পাশাপাশি ঢাকার হাতিরঝিল ও তিনশ ফিট এলাকায় ছবিটির শুটিং করেছেন অনন্ত জলিল। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন বর্ষা। ছবিতে তার চরিত্রের নাম আজিন।

দি দ্যা ডে ছবিতে আরও অভিনয় করছেন নবাগত সুমন ফারুক। এছাড়াও, ইরান এবং লেবাননের বেশ কয়েকজন অভিনেতাকে দেখা যাবে এই ছবিতে।

Comments are closed.

More News...

ঈদ সমাজে পারস্পরিক সৌহার্দ্যতা বৃদ্ধি করে ……লায়ন গনি মিয়া বাবুল

লায়ন গনি মিয়া বাবুল কবিসংসদ বাংলাদেশের সভাপতি নির্বাচিত