বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে

বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে

বাংলাদেশ সংবাদ – বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

রবিবার (১৯ মে) বিকেলে এ ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এতে উত্তীর্ণ হয়েছেন মোট দেড় লক্ষাধিক পরীক্ষার্থী যা মোট পরীক্ষার্থীর ২০ দশমিক ৫৩ শতাংশ।

ফলাফলএনটিআরসিএ’র ওয়েবসাইটে (ntrca.teletalk.com.bd) প্রকাশ করা হয়। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের মুঠোফোনেও এসএমএস করে জানানো হয়েছে।

এনটিআরসিএ সূত্রে জানা যায়, প্রিলিমিনারিতে ১ লাখ ৫২ হাজার প্রার্থী উত্তীর্ণ হন। তাদের মধ্যে স্কুল পর্যায়ের ৫৫ হাজার ৫৯৬ জন, স্কুল পর্যায়-২ এর ৪ হাজার ১২৯ জন এবং কলেজ পর্যায়ের ৯২ হাজার ২৭৫ জন প্রার্থী রয়েছেন। এ পরীক্ষায় ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

এর আগে গত ১৯ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ২৬ ও ২৭ জুলাই শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারিতে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শেষ ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

Comments are closed.

More News...

লায়ন গনি মিয়া বাবুল কবিসংসদ বাংলাদেশের সভাপতি নির্বাচিত

সাহিত্যে রফিকুল হক দাদু ভাইয়ের অসামান্য অবদান রয়েছে ….. লায়ন গনি মিয়া বাবুল