বর্তমানে দেশ যেভা‌বে চল‌ছে তাতে করে ভ‌বিষ‌্যতে মানুষ না খে‌য়ে মরবে – নুর

বর্তমানে দেশ যেভা‌বে চল‌ছে তাতে করে ভ‌বিষ‌্যতে মানুষ না খে‌য়ে মরবে – নুর

বাংলাদেশ সংবাদ – ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র ভি‌পি নরুল হক নুর ব‌লে‌ছেন, ‘কৃষকরা হচ্ছে আমাদের দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। যদি তাদের ফস‌লের ন্যায্য মূল্য দেয়া না হয় তাহলে তারা কৃষি থেকে মুখ ফিরিয়ে নেবে। তখন আমাদেরকে না খেয়ে মরতে হবে। বর্তমানে দেশ যেভা‌বে চল‌ছে তাতে করে ভ‌বিষ‌্যতে মানুষ না খে‌য়ে মর‌বে।’

আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজিত কৃষকের ন্যায্যমূল্য আদায়ের দাবিতে মানববন্ধনে তিনি এ কথা বলেন।

কৃষি ও কৃষকের প্রসঙ্গ টেনে ভিপি নুর বলেন, ‘ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও কৃষকরা কৃষি পেশাকে ধরে রেখেছে। যদি এভা‌বে চল‌তে থা‌কে তাহ‌লে কৃষকরা কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নি‌বে। আর তেমনটি হলে তা হ‌বে রাষ্ট্রের জন্য ভয়াবহ। রা‌ষ্ট্রের মানুষ না খে‌য়ে মর‌বে।’

তিনি আরও বলেন, ‘দেশের প্রতিটি জায়গায় দুর্নীতি-অনিয়ম, অবিচার ছড়িয়ে পড়েছে। আজকে বেকার ছাত্ররা চাকরির দাবিতে রাস্তায়, কৃষকরা তাদের ন্যায্যমূল্যের দাবিতে রাস্তায়। পত্রিকার পাতা খুললেই খুন, ধর্ষণের মহোৎসব। উন্নয়নের ফাকা বুলি ছড়িয়ে দি‌চ্ছে সরকার। কিন্তু উন্নয়ন কোথায় হচ্ছে? কাদের হচ্ছে?’

সরকারের সমালোচনা করে ডাকসুর এই ভিপি বলেন, ‘দু-চারটা ওভারব্রিজ করলে আর দু-একটা রাস্তার কাজ কর‌লে দেশে উন্নয়ন হয়ে যায় না। মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। শুধু পত্রপত্রিকায় কয়েকজন বুদ্ধিজীবী দিয়ে জিডিপি বাড়ছে, জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে, এসবের ফাঁকা বুলি লিখলেই হবে না। বাস্তবতা কিন্তু ভিন্ন। আমাদের দেশের অর্থনীতি যাদের ওপর দাঁড়িয়ে আছে তারা হচ্ছে কৃষি। কিন্তু কৃষকরা বছরের পর বছর উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে না। তাদের যে দুঃখ-দুর্দশা ছিল যে ভোগান্তি ছিল তা রয়েই গেছে।’ 

তি‌নি আরও ব‌লেন, ‘আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি, কৃষক যেন ফসলের যথাযথ মূল্য পায়। সেজন্য প্রয়োজনে একটি তদারকি সেল গঠন করা হোক। আপনারা বলতে পারেন যে, আপনারা অনেক তদারকি সেল গঠন করেছেন। আপনাদের যারা সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছেন তাদের শুধু নিয়োজিত রাখলেই হবে না। তারা কাজ করছে কিনা সেটিও জবাবদিহিতার আওতায় আনতে হবে। সরকারি প্রতিটি সেক্টরে যেখানে একজন লোক প্রয়োজন সেখানে পাঁচ জন নিয়োগ দেয়া হচ্ছে। কিন্তু আমরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছি না। তার অনেক উদাহরণ দেশবাসীর সামনে রয়েছে।’

কৃষকদের অভয় দিয়ে ভিপি নুর বলেন, ‘কৃষক ভাইয়েরা, আপনাদের পাশে গোটা দেশের ছাত্রসমাজ আছে। আপনারা ন্যায্য দাবিতে সোচ্চার হোন। তড়িঘড়ি করে লোক দেখানো নয় কার্যকর পদক্ষেপ নিন। প্রয়োজনে সরকার ব্যবস্থা না নিলে আমরা লংমার্চের ডাক দেবো, আপনারা প্রস্তুত থাকেন।’

মানববন্ধ‌নে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য স‌চিব রা‌শেদ, হাসান আল মামুন ও সংগঠ‌নের অন্যান্য নেতারা উপ‌স্থিত ছি‌লেন।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন