বাংলাদেশ সংবাদ – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সমস্ত মানুষের অধিকার কেড়ে নিয়ে দুর্নীতির পাহাড় গড়েছে।
আজ সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের র্যালি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আজকে সাধারণ শ্রমজীবীদের কাছ থেকে ট্যাক্স হিসেবে টাকা কেটে নেয়া হয়। সেই টাকা দিয়ে তারা দুর্নীতির পদ্মাসেতু নির্মাণ করে, কর্ণফুলি টানেল তৈরি করে। এসব সম্পূর্ণ ভাবে অপ্রয়োজনীয়।’
তিনি বলেন, ‘আজকে বাংলাদেশে সমস্ত শ্রমজীবী মানুষ তাদের অধিকার হারিয়েছেন। এই দুর্নীতিবাজ সরকার সমস্ত মানুষের অধিকার কেড়ে নিয়ে দুর্নীতির পাহাড় গড়েছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মে দিবস অধিকার আদায়ের দিন। এই দিবসকে স্মরণ করে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের অধিকার ফিরিয়ে আনতে হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার একদিকে আমাদের ভোটের অধিকার লুট করেছে। অপরদিকে আমাদের ভাতের অধিকার কেড়ে নিয়েছে। আজকে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বেঁচে থাকার জন্য শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের অধিকারকে ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে যেতে হবে।’
‘আমরা অনেকেই জানি না আজকে এই মহান মে দিবস কি? ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য যে আন্দোলন করেছিল সেখানে ৬ জন শ্রমিকের প্রাণ গিয়েছিল। সেই থেকে ওই শ্রমিকের বুকের রক্তের রঙ হয়ে গেছে শ্রমিকদের পতাকা লাল রঙ।’
ফখরুল বলেন, ‘এই দিবসটি আজ সারা বিশ্বজুড়ে সবখানে সকল শ্রমিকেরা অত্যন্ত মর্যাদার সাথে দিনটি পালন করেন। এই দিনটি সকল শ্রমজীবী এবং যারা কাজ করেন তাদের জন্য মহত একটা দিন।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে আমাদের বাংলাদেশ এই শ্রমিক ভাইদের মর্যাদা নেই। শ্রমিকদের ন্যায্য মজুরি নেই। জীবন-যাপন করেন একেবারে মানবেতর অবস্থায়। প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে, বাসা ভাড়া বৃদ্ধি পাচ্ছে এবং বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে।’
Comments are closed.
এ রকম আরও খবর
ঢাকায় নৌকার হাট
কবির হোসেন রাজধানীর খিলগাঁও থানার নাসিরাবাদ ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের বাসিন্দা।
| জাতীয়দামি জামদানি কেন লুকিয়ে রাখেন তাঁতি?
অফ হোয়াইট আর সোনালি জরির কাজ করা একটা জামদানি দেখাচ্ছিলেন
| অন্যান্যফলের মেলা
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে শুক্রবার থেকে শুরু হয়েছে জাতীয় ফল
| জাতীয়খুদে বিজ্ঞানীদের আবিষ্কার
খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের
| তথ্যপ্রযুক্তিফুলের রাজ্য
সবুজ-শ্যামল পাহাড়েঘেরা একটি অপূর্ব জায়গা হবিগঞ্জের ‘দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট’।
| জাতীয়ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি আর গাড়ি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট চলছে। আজ সোমবার সকাল নয়টার দিকে
| জাতীয়পানির এটিএম
এটিএমে টাকা মেলে, এটা পুরোনো কথা। কিন্তু রাজধানীতে এমন দুটি
| অন্যান্যআরেকটি পাকিস্তানি রূপকথা
কে না জানে, ক্রিকেট বিস্ময় উপহার দিতে ভালোবাসে। তাই বলে
| জাতীয়More News...