টেকসই উন্নয়নের জন্যে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে – মোঃ গনি মিয়া বাবুল

টেকসই উন্নয়নের জন্যে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে – মোঃ গনি মিয়া বাবুল

বাংলাদেশ সংবাদ – বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, টেকসই উন্নয়নের জন্যে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে।

শ্রমিকরা উন্নয়ন অগ্রগতি মূল চালিকাশক্তি। দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা ও তাদের ন্যায্য অধিকারসমূহ বাস্তবায়ন করা আবশ্যক।

মহান মে দিবস ২০১৯ উপলক্ষে এক মে সকালে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের উপদেষ্টা এডভোকেট ড. মোঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বাধীনতা সরকারি চাকুরীজীবী জাতীয় পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান বিশ্বাস, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের অধ্যক্ষ এম এ মান্নান মনির ও এশিয়ান জার্নালিষ্ট হিউম্যান রাইটস্ এন্ড কালচারাল ফাউন্ডেশন এর যুগ্ম মহাসচিব মইনুর রশীদ চৌধুরী। আলোচনা শেষে শ্রমজীবী মানুষের অধিকার সম্পর্কিত কবিতা ও সঙ্গীত পরিবেশন করা হয়।

Comments are closed.

More News...

ঈদ সমাজে পারস্পরিক সৌহার্দ্যতা বৃদ্ধি করে ……লায়ন গনি মিয়া বাবুল

লায়ন গনি মিয়া বাবুল কবিসংসদ বাংলাদেশের সভাপতি নির্বাচিত