তারেক রহমানের নির্দেশেই বিএনপির থেকে নির্বাচিতরা শপথ নিয়েছেন – ফখরুল

তারেক রহমানের নির্দেশেই বিএনপির থেকে নির্বাচিতরা শপথ নিয়েছেন – ফখরুল
ফাইল ছবি

বাংলাদেশ সংবাদ – মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সিদ্ধান্তেই বিএনপি থেকে নির্বাচিত চার নেতা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

এসময় মির্জা ফখরুল ছাড়া দলটির আর কোনও নেতাকে দেখা যায়নি। 

সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, ‘দলীয় প্রধানের মুক্তি এবং গণতন্ত্র ফিরিয়ে আনার দাবির পক্ষে কথা বলতেই এই চার নেতা সংসদে গেছেন।’

শুরুতেই সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের চার নেতা আজকে শপথ গ্রহণ করেছেন। বিষয়টি পরিষ্কার করা দরকার। আমরা গতকাল রবিবার সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেছি। বৈঠকে শপথের বিষয়ে সিদ্ধান্ত জানাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দায়িত্ব দেয়া হয়। তিনি দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত জানিয়েছেন। দলের গণতন্ত্র অনুযায়ী তাকে সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার দেয়া হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দলের বক্তব্য হচ্ছে, দেশের ইতিহাসে গত ৩০ ডিসেম্বর কলঙ্কজনক নির্বাচন হয়েছে। যা ইতোমধ্যে আন্তর্জাতিক মহলে প্রহসনের নির্বাচন হিসেবে চিহ্নিত হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা বরাবরের মতোই দাবি করছি, দল নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের মাধ্যমে জনগণের সংসদ নির্বাচন করাই চলমান সংকট সমাধানের একমাত্র পথ। তাই একদিকে নতুন নির্বাচনের দাবি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের অব্যাহত দাবি অন্যদিকে চলমান অর্থনৈতিক, আইনশৃঙ্খলা ও সামাজিক চরম সংকট যথাক্রমে রাষ্ট্রীয় দুর্নীতি, শেয়ারবাজার কেলেঙ্কারি, ব্যাংক লুট, নারী নির্যাতন, গুম-খুন, গণমাধ্যম নিয়ন্ত্রণ এর বিরুদ্ধে একটি কার্যকরী ও জোড়ালো গণআন্দোলন গড়ে তোলার জন্য আমাদেরকে নতুনভাবে উদ্দীপ্ত হতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনেত্রীর মুক্তির দাবিতে সংসদে কথা বলার সীমিত সুযোগ কাজে লাগিয়ে সংসদ ও রাজপথের সংগ্রামকে যুগপৎভাবে চালিয়ে যাওয়ারকে আমরা যুক্তিযুক্ত মনে করেছি।’ 

মির্জা ফখরুল বলেন, ‘জাতীয় রাজনীতির এই সংকটময় জটিল প্রেক্ষাপটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অংশ হিসেবে আমাদের দল সংসদে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের এই সিদ্ধান্তের ধারাবাহিকতায় অবিলম্বে একটি অবাধ জাতীয় নির্বাচন আদায় করে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রীসহ সকল রাজবন্দিকে মুক্ত করতে পারবো। একইসঙ্গে খালেদা জিয়ার ঘোষিত জাতীয় ঐক্যমত্যের বাংলাদেশ গড়ে তুলবো।’

এর আগে শপথ নেয়া ঐক্যফ্রন্টের দুই নেতাকে (সুলতান মনসুর ও মোকাব্বির খান) জাতীয় বেঈমান আখ্যায়িত করেছিলেন, তাহলে আপনারা কেন শপথ নিলেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘এর জবাব তো আমি আগেই দিয়েছি। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুর পরিবর্তন হয়েছে যায়। আজকে যা হয়েছে তা বলতে পারবো। আগামীকাল কি হবে তা তো জানি না। সময়ই সব বলে দেবে।’

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন