শেরে বাংলার চরিত্রের মতো রাজনীতি করলে বাংলাদেশ আজ ক্ষুধা দারিদ্রমুক্ত ও বিশ্বের উন্নত রাষ্ট্র হতো – এনডিপি মহাসচিব

শেরে বাংলার চরিত্রের মতো রাজনীতি করলে বাংলাদেশ আজ  ক্ষুধা দারিদ্রমুক্ত ও বিশ্বের উন্নত রাষ্ট্র হতো – এনডিপি মহাসচিব

বাংলাদেশ সংবাদ – শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও এনডিপি’র মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, শেরে বাংলার চরিত্রের মতো রাজনীতি করলে আমাদের দেশ ক্ষুধা দরিদ্রমুক্ত ও বিশ্বের উন্নত রাষ্ট্রে পরিণত হতো।

তিনি বলেন, আমরা ৪৮ বছরে নতুন কোন শেরে বাংলা সৃষ্টি করতে পারিনি। তিনি একজন মহা সংস্কারক নেতা হিসেবে আমাদের হৃদয়ে আজীবন গভীর শ্রদ্ধার সাথে থাকবেন।

তিনি দুঃখ করে আরো বলেন, ৫৭ বছর পার হয়ে গেলেও আমরা তাঁর মৃত্যুবার্ষিকী আজও রাষ্ট্রীয়ভাবে পালন করতে পারিনি, এটি আমাদের ব্যর্থতা নাকি সংকীর্ণতা। তিনি পদ্মাসেতুর নামকরণ শেরে বাংলা সেতু করার দাবি তোলেন।

আজ সকাল ৮টায় শেরে বাংলা একে ফজলুল হকের ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের মহাসচিব আরকে রিপন, মানবাধিকার জোটের মহাসচিব মিলন মল্লিক. শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের সদস্য তানরিবা শারমীনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এছাড়া আজ বিকাল ৫টায় সেগুনবাগিচা কচিকাচা শিশু মিলনায়তনের (৩য় তলায়) শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হবে। মাননীয় বিচারপতি, ভাষাসৈনিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ অনেকেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন