নেইমার তিন ম্যাচের জন্য নিষিদ্ধ

নেইমার তিন ম্যাচের জন্য নিষিদ্ধ

বাংলাদেশ সংবাদ – চ্যাম্পিয়নস লীগের তিন ম্যাচের জন্য নিষিদ্ধ নেইমার।

ইনজুরির কারণে দীর্ঘ তিন মাসেরও বেশি সময় মাঠের বাহিরে চিলেন নেইমার। পিএসজির শিরোপা উৎসবের দিন মাঠে ফিরেন তিনি। মাঠে ফিরতে না ফিরতেই নিষেধাজ্ঞার কবলে পড়লেন ব্রাজিলিয়ান সুপার স্টার। 
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে রেফারিং নিয়ে আপত্তিকর পোস্ট দিয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। যাতে সামনের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে পিএসজির গ্রুপ পর্বের অর্ধেকটা মিস করবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এবারের চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে নেইমারের দল পিএসজি। ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ থেকে প্রথম লেগ ২-০ গোলে জিতে ফিরলেও ঘরের মাঠে তারা হেরে যায় ৩-১ ব্যবধানে। পার্ক দে প্রিন্সেসের ম্যাচের শেষ দিকে ম্যানইউয়ের পাওয়া পেনাল্টি নিয়েই নেইমার ক্ষোভ ঝেরেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগামে।

Comments are closed.

More News...

ঈদ সমাজে পারস্পরিক সৌহার্দ্যতা বৃদ্ধি করে ……লায়ন গনি মিয়া বাবুল

লায়ন গনি মিয়া বাবুল কবিসংসদ বাংলাদেশের সভাপতি নির্বাচিত