প্রত্যেকের উচিত মানবতার কল্যাণে জনহিতকর কাজ করা – লায়ন মোঃ গনি মিয়া বাবুল

প্রত্যেকের উচিত মানবতার কল্যাণে জনহিতকর কাজ করা – লায়ন মোঃ গনি মিয়া বাবুল

বাংলাদেশ সংবাদ – বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, প্রত্যেকের উচিত মানবতার কল্যাণে জনহিতকর কাজ করা। মানুষ বেঁচে থাকে তাঁর কর্মে। জনহিতকর কাজ করাই মূলত মানুষের জন্মের স্বার্থকতা। প্রত্যেকের উচিত অসহায় মানুষকে সহায়তা করা। এই বিষয়ে উদ্বুদ্ধ ও উৎসাহিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অনলাইন ভিত্তিক মিডিয়া বঙ্গ টিভি এর উদ্যোগে ২০ এপ্রিল বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ২য় তলায় জহুর হোসেন মিলনায়তনে আয়োজিত ‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য। আসুন এসিডদগ্ধ আনোয়ারার পাশে দাঁড়াই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন। বঙ্গ টিভির উপদেষ্টা রহিমা বেগম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী সৈয়দ দীদার বখ্ত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক পরিচালক ড. শেখ মোঃ ইউনুস, যুক্তফন্টের চেয়ারম্যান লায়ন সালাম মাহমুদ, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলাম, বিএনএ জোটের মহাসচিব মেজর (অবঃ) শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ মানবাধিকার পার্টির চেয়ারম্যান লায়ন ডাঃ আফরোজা বেগম হ্যাপী, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অরগানাইজেশন এর চেয়ারম্যান এস এম মোরশেদ ও মাসিক ভিন্নমাত্রার সম্পাদক মুহাম্মদ মাসুম বিল্লাহ।
উল্লেখ্য ২০০০ সালে ময়মনসিংহ জেলার বইলর গ্রামের কলেজ পড়–য়া ছাত্রী আনোয়ারা খাতুন কতিপয় দুষ্কৃতকারীর এসিড নিক্ষেপে আহত হয়ে অদ্যাবধি মানবেতর জীবন যাপন করছে। সন্ত্রাসীদের শাস্তি আজও নিশ্চিত হয়নি। এদিকে অভাব-অনটনের কারণে আনোয়ারার সু-চিকিৎসা হচ্ছে না। অনুষ্ঠানে আনোয়ারা তাঁর সু-চিকিৎসার জন্যে দেশের বিত্তবান ব্যক্তিদের ও মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন