সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

সাধারণ রোগীদের মতো  ১০ টাকায় টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সংবাদ – সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরের অবস্থিত এই বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা সেবা নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ দেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ৯ ডিসেম্বর সাধারণ রোগীর মতোই লাইনে দাঁড়িয়ে ৫ টাকার টিকিট কিনে গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ‘স্বাস্থ্য পরীক্ষা’ করিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments are closed.

More News...

ঈদ সমাজে পারস্পরিক সৌহার্দ্যতা বৃদ্ধি করে ……লায়ন গনি মিয়া বাবুল

লায়ন গনি মিয়া বাবুল কবিসংসদ বাংলাদেশের সভাপতি নির্বাচিত