দলের উপর আস্থা রাখতে বললেন তামিম

দলের উপর আস্থা রাখতে বললেন তামিম

বাংলাদেশ সংবাদ – আইসিসির বেঁধে সময়ের সাত দিন পূর্বেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল ঘোষিত ১৫ সদস্যের এই দল নিয়ে সারাদেশে চলছে নানা আলোচনা-সমালোচনা। যার কেন্দ্র বিন্দুতে রয়েছে ইমরুল কায়েস ও তাসকিন আহমেদ।

চার দিকে আলোচনা-মসালোচনার ঝড় উঠলেও বিশ্বকাপ দল নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। দেশসেরা ওপেনারের মতে, বিশ্বকাপের দল নিয়ে বিতর্কের কিছু নেই।

বু্ধবার (১৭ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান মানিগ্রামের সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে সংবাদ মাধ্যমকে তামিম বলেছেন, ‘যে স্কোয়াডই দেয়া হোক বা যে প্লেয়ারকেই নেয়া হোক না কেন, সবারই কিছু না কিছু ‘যদি’ ‘কিন্তু’ থাকবে, কিছু পছন্দ অপছন্দ থাকবে। এটাই নিয়ম। বিশ্বকাপের দল তৈরি করা সহজ কাজ নয়। কয়েকজন খেলোয়াড় পারফর্ম করেও এই দলে সুযোগ পাননি। আবার এমন খেলোয়াড়ও আছেন যারা পারফর্ম করেই সুযোগ পেয়েছেন দলে।’

তিনি আরও বলেছেন, ‘যে ১৫ জনকে নির্বাচন করা হয়েছে তাদের ওপর আস্থা রাখা উচিত। ‘অমুকের জায়গায় তমুক থাকলে ভালো হতো’ বললে যারা সুযোগ পেয়েছে তাদের মনখারাপ হয়ে যাবে।’

মোস্তাফিজ-মিরাজ-সাইফ-সৈকত-লিটন-মিঠুন-রাহী প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বিশ্বকাপ দলে। এই তরুণদের কাছে তামিমের অনেক প্রত্যাশা, ‘বিশ্বকাপ এমন একটা মঞ্চ, এমন একটা টুর্নামেন্ট যেখানে তারকাদের জন্ম হয়। বিশ্বকাপে ভালো পারফর্ম করা ক্রিকেটার রাতারাতি সুপার স্টার হয়ে যায়। আমাদের দলে বেশ কয়েকজন তরুণ প্রতিভাবান খেলোয়াড় আছে। আর প্রতিভা প্রদর্শনের জন্য বিশ্বকাপের চেয়ে ভালো মঞ্চ কিছুই হতে পারে না।’

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন