মহিউদ্দিন আহমেদ একজন অসাম্প্রদায়িক সাহসী মানুষ ছিলেন – লায়ন গনি মিয়া বাবুল

মহিউদ্দিন আহমেদ একজন অসাম্প্রদায়িক সাহসী মানুষ ছিলেন – লায়ন গনি মিয়া বাবুল

বাংলাদেশ সংবাদ – বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদ একজন অসাম্প্রদায়িক সাহসী মানুষ ছিলেন। তিনি আজীবন মানবতার কল্যাণে কাজ করেছেন।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, ভাষাসংগ্রামী, জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদ এর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক লীগ এর উদ্যোগে ১৩ এপ্রিল বিকেলে তোপখানা রোডস্থ সাংবাদিক নির্মল সেন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট কাজী এম. সাজাওয়ার হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা আ.স.ম মোস্তফা কামাল, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, পিপলস ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, বাকশালের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কাইয়ুম, লোকশক্তি পার্টির সভাপতি সাহিকুল ইসলাম টিটু, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির সভাপতি আনিসুর রহমান, নারী নেত্রী শিলা ও কবি লাভলী ইয়াসমিন প্রমুখ।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন