ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প,  নিহত ১

বাংলাদেশ সংবাদ – ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভুমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। দেশটির পূর্বাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহত হয়েছে একজন।

এই ভূমিকম্পে কিছু সময়ের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। ঘরবাড়িতে থাকা আতঙ্কগ্রস্ত মানুষেরা এ সময় উচু স্থানে আশ্রয় নেয় বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) নামে সংস্থা জানিয়েছে, ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় সুলায়েশি দ্বীপে এই ভুমিকম্প আঘাত হেনেছে। এটি ১৭ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়েছে।

ইউএসজিএস, স্থানীয় সময় শুক্রবার বিকেলে ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনের প্রাথমিক পর্যায়ে একইস্থানে তিনটি হালকা থেকে মাঝারিমাত্রার পরাঘাতের সৃষ্টি হয়।

Comments are closed.

More News...

ঈদ সমাজে পারস্পরিক সৌহার্দ্যতা বৃদ্ধি করে ……লায়ন গনি মিয়া বাবুল

লায়ন গনি মিয়া বাবুল কবিসংসদ বাংলাদেশের সভাপতি নির্বাচিত