নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা প্রশংসনীয় – লায়ন মোঃ গনি মিয়া বাবুল

নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা প্রশংসনীয় – লায়ন মোঃ গনি মিয়া বাবুল

বাংলাদেশ সংবাদ – বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা প্রশংসনীয়।

জাতীয় ও তৃণমূল পর্যায়ে নারীদের ক্ষমতায়নের জন্যে সরকার বহুমূখী কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। ফলে দেশের উন্নয়ন অগ্রগতিতে নারীরা অগ্রগণ্য ভূমিকা পালনে সক্ষম হচ্ছে। সাংবাদিকতা পেশায় নারীদের অংশগ্রহণ বেড়েছে। বিশেষ করে ইলেক্ট্রনিক মিডিয়ায় নারীদের অংশগ্রহণ ও তাদের সফল পদচারণা পরিলক্ষিত হয়। গণমাধ্যমে কর্মরত নারীরা খুব ভাল অনুকূল পরিবেশ না পেয়েও সাহসিকতার সাথে সব বাধা অতিক্রম করে সফল হয়েছে। তিনি আরো বলেন, গণমাধ্যমে নারী সাংবাদিকদের অংশগ্রহণ আরো বৃদ্ধি করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক।

বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোকিত নারীদের সম্মাননা প্রদান উপলক্ষে ১০ এপ্রিল সকালে ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বানাসাস’র সভাপতি নাসিমা আক্তার সোমা এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বানাসাস’র সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন ও ডাঃ শেখ নাজমুল হুদা। আলোচনা শেষে চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় নায়িকা শবনম-কে আজীবন সম্মাননা ও নায়িকা অপু বিশ্বাস, সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা, মানবাধিকারে অবদান রাখায় শেখ মুন্নিকে এবং ফেস্টুলা চিকিৎসায় বিশেষ অবদান রাখায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফেস্টুলা বিভাগকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে একজন ফেস্টুলা রোগী ও নার্সিং শিক্ষার্থী টুম্পাকে তার লেখাপড়ার জন্যে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন