বাংলাদেশ সংবাদ – ভারতের ছত্তিসগড়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্বাচনী গাড়ি বহরে হামলা চালিয়েছে মাওবাদীরা। হামলায় দলটির বিধায়ক ভীমা মানদাভিসহ পাঁচজন নিহত হয়েছে।
মঙ্গলবার বিকালে ছত্তীস গড়ের দানতেওয়াড়া এলাকায় এ হামলা হয় (এনডিটিভির খবর)।
বিজেপির ভীমা মানদাভি নির্বাচনী প্রচার শেষ করে গাড়ি বহর নিয়ে ওই এলাকা দিয়ে নকুলনার এলকায় ফেরার পথে এ হামলা হয়।
আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল) ছত্তিসগড়ে মোট ১১টি আসনের মধ্যে প্রথম দফায় একটি আসন দন্তেওয়াড়ায় ভোট হওয়ার কথা ছিল। ছত্তিসগড়ের প্রায় পুরো এলাকাই মাওবাদীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত।
এ আসনে ভোটের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছিল দেশটির নিরাপত্তা বাহিনী। কিন্তু তা সত্তেও ভোট শুরুর দু’দিন আগে হামলার ঘটনা ঘটলো।
ছত্তিসগড়ের স্থানীয় গণমাধ্যম বলছে, মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলগুলির ঘটনাও ঘটেছে কিছুক্ষণ। পরে নিরাপত্তা কর্মীদের অস্ত্রও লুট করে পালিয়ে যায় মাওবাদীরা।
এ ঘটনায় ওই এলাকায় নির্বাচনী প্রচার স্থগিত রাখার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
মুখ্যমন্ত্রী তার সরকারি বাসভবনে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন।
আনান্দ বাজার অনলাইন স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নকুলনারের কাছে বিধায়কের গাড়ি আসতেই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিধায়ক সহ পাঁচ নিরাপত্তা কর্মীর।
এর আগে ছত্তিসগড় এলাকায় নির্বাচনী প্রচার চালানোর জন্য সাজোয়া গাড়ি দেওয়া হয় নেতাদের। এসব গাড়ি ছোটখাটো বিস্ফোরণে কোনও ক্ষতি হয় না। কিন্তু বিস্ফোরণের আঘাত এতটাই বেশি ছিল যে সাজোয়া গাড়িও রাস্তা থেকে ছিটকে পড়ে।
দেশটির গোয়েন্দারা আলামত দেখে প্রাথমিক ভাবে ধারণা করছে, আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে অন্তত ২০ কেজি বিস্ফোরক ব্যবহার করেছে মাওবাদীরা।
ছত্তিসগড়ের ডিআইজি (অ্যান্টি নকশাল অপারেশনস) পি সুন্দর রাজ সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন, ‘মাওবাদী হামলায় বিধায়ক ভীমা মাণ্ডভির মৃত্যু হয়েছে।’
মাওবাদীরা ছত্তিসগড়ে ভোট বয়কটের ডাক দিয়ে ওই এলাকায় পোস্টার লাগিয়েছির। একই সঙ্গে হুমকি দেওয়া হয়েছিল, কোনও নেতা প্রচারে এলে তাকে হত্যা করা হবে। কিন্তু সে সব হুমকি উপেক্ষা করেই প্রচারে গিয়েছিলেন বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি।
Comments are closed.
এ রকম আরও খবর
ঢাকায় নৌকার হাট
কবির হোসেন রাজধানীর খিলগাঁও থানার নাসিরাবাদ ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের বাসিন্দা।
| জাতীয়দামি জামদানি কেন লুকিয়ে রাখেন তাঁতি?
অফ হোয়াইট আর সোনালি জরির কাজ করা একটা জামদানি দেখাচ্ছিলেন
| অন্যান্যফলের মেলা
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে শুক্রবার থেকে শুরু হয়েছে জাতীয় ফল
| জাতীয়খুদে বিজ্ঞানীদের আবিষ্কার
খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের
| তথ্যপ্রযুক্তিফুলের রাজ্য
সবুজ-শ্যামল পাহাড়েঘেরা একটি অপূর্ব জায়গা হবিগঞ্জের ‘দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট’।
| জাতীয়ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি আর গাড়ি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট চলছে। আজ সোমবার সকাল নয়টার দিকে
| জাতীয়পানির এটিএম
এটিএমে টাকা মেলে, এটা পুরোনো কথা। কিন্তু রাজধানীতে এমন দুটি
| অন্যান্যআরেকটি পাকিস্তানি রূপকথা
কে না জানে, ক্রিকেট বিস্ময় উপহার দিতে ভালোবাসে। তাই বলে
| জাতীয়More News...