আর্জেন্টিনার কোচ স্কালোনি সড়ক দুর্ঘটনায় আহত

আর্জেন্টিনার কোচ স্কালোনি সড়ক দুর্ঘটনায় আহত

বাংলাদেশ সংবাদ – আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) বালিয়ারিক দ্বীপে সাইকেল চালানোর সময় একটি ব্যক্তিগত গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় পালমা বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়।

আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রাথমিক চিকিৎসা শেষে স্কালোনিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। দুর্ঘটনায় তার মুখে ও শরীরের কিছু অংশে ইনজুরি হয়েছে।

আর্জেন্টিনার অন্তবর্তীকালীন কোচ থেকে নিয়মিত কোচ হয়ে যাওয়া স্কালোনি মালোরকার বাসিন্দা। মঙ্গলবার ওই দ্বীপেই সাইকেল চালাচ্ছিলেন তিনি। তখনই দুর্ঘটনার শিকার হন।

উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপের পর আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলিকে বরখাস্ত করে স্কালোনিকে অন্তর্বর্তীকালীন কোচ করা হলেও এখন তিনি আলবেসেলেস্তাদের নিয়মিত কোচ। বিশ্বকাপে সাম্পাওলির সহযোগী হিসেবে কাজ করেছেন স্কালোনি।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন