রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়, নিহত অন্তত ১

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়, নিহত অন্তত ১

বাংলাদেশ সংবাদ – রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ও শিলাবৃষ্টি হয়েছে। এতে রাজধানীর অনেক গাছপালা ও বিলবোর্ড ভেঙে পড়েছে। রাজধানীর পল্টনের নির্মাণাধীন একটি ভবন থেকে ইট পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নামপরিচয় জানা যায়নি।

রবিবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে প্রায় আধা ঘণ্টাব্যাপী এই তাণ্ডব চলে। দমকা হাওয়ার সঙ্গে চলতে থাকে মুষলধারে বৃষ্টি। 

হঠাৎ এ ঝড়ে চরম ভোগান্তিতে পড়েন অফিস ফেরত মানুষ। ধুলোঝড়ে অন্ধকারে ঢেকে যায় রাজধানী। আকস্মিক এ ঝড়ের বেগ ছিল প্রচণ্ড। কিছু কিছু জায়গায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ যোগাযোগ। পথচারীরা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি করতে থাকে।

এদিকে হঠাৎ করে বৈরী আবহাওয়ার কারণে বিকেল সাড়ে ৫টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিকেল থেকে ঢাকায় মেঘলা আকাশ বিরাজ করছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটারে বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন