আন্তর্জাতিক চাপের মুখে সৌদি আরব নারী অধিকার কর্মীদের মুক্তি দিয়েছে

আন্তর্জাতিক চাপের মুখে সৌদি আরব নারী অধিকার কর্মীদের মুক্তি দিয়েছে

বাংলাদেশ সংবাদ – নারী অধিকার কর্মীদের মুক্তি দিয়েছে সৌদি আরব। দেশটিতে নারী অধিকার ও পুরুষ অভিভাবকত্বের বিরুদ্ধে গোপনে কাজ করে যাচ্ছিলো এরা। তাদের প্রায় ১ বছর আটকে রাখার পর তিন জনকে মুক্তি দিল সৌদি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওই নারীদের মুক্তির খবর নিশ্চিত করেছে। ওই নারীদের কারাগারে আটক করায় সৌদি সরকার সম্প্রতি ব্যাপক আন্তর্জাতিক চাপের ও মুখে সমালোচনার মুখে পড়ে।

আলজাজিরার জানায়, বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসহ কানাডা ও ব্রিটেনের মতো রাষ্ট্রগুলো এ নিয়ে সৌদি আরবকে চাপ দিতে থাকে।

এদিকে দেশটি কোন কোন ‘অধিকার কর্মীকে’ মুক্তি দিয়েছে তা নিশ্চিত করা যায়নি। স্থানীয় কিছু সংবাদ প্রতিবেদন অনুযায়ী মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে রয়েছেন ব্লগার ইমান আল-নাফজান, কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আজিজা আল-ইউসেফ ও আরেক শিক্ষিকা রোকায়া আল-মোহারেব।

বুধবার আদালত তাদের মুক্তি দিলেও সেখানে বিদেশি সাংবাদিক ও কূটনীতিকদের প্রবেশ করতে দেয়া হয়নি।

দেশটির আদালত বলছে, মুক্তি দেয়া হলেও তাদের বিরুদ্ধে থাকা অভিযোগের প্রতি নজর রাখা হবে।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন