হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৮টি স্বর্ণের বার উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৮টি স্বর্ণের বার উদ্ধার

বাংলাদেশ সংবাদ – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রুয়ান জিনফেং (৪৩) নামে এক চীনা নাগরিকের কাছ থেকে ৪৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৪ মার্চ) সকাল ৮টার দিকে ঢাকা কাস্টম হাউস সোনাগুলো উদ্ধার করে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেন, দুবাই থেকে সকাল ৮টার দিকে এমিরেটস এয়ারলাইন্সে (ফ্লাইট নং-EK582) করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান চীনা নাগরিক রুয়ান। তথ্যের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউসের একটি দল ওই যাত্রীকে বোর্ডিং ব্রিজের কাছ থেকে অনুসরণ করে। পরবর্তীতে গ্রিন চ্যানেল অতিক্রমের পর তার কাছে শুল্ক-কর আরোপযোগ্য কোনও পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্বীকার করেন। এরপর তার সঙ্গে থাকা লাগেজ স্ক্যানে দেয়া হলে তার মধ্যে ধাতব পদার্থের ইমেজ পাওয়া যায় এবং ব্যাগ খুলে চার্জার লাইটের মধ্যে থাকা ব্যাটারি ভেঙে ১০ তোলা ওজনের মোট ৪৮টি সোনার বার পাওয়া যায়। 

উদ্ধার করা স্বর্ণবারের ওজন ৫.৫৬ কেজি। এর আনুমানিক বাজার মূল্য ২.৭৯ কোটি টাকা।

ডেপুটি কমিশনার জানান,এ ঘটনায় দ্য কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিয়ে ওই চীনা যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হচ্ছে।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন