বাগেরহাটে এক পান ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, আটক১

বাগেরহাটে এক পান ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, আটক১

বাংলাদেশ সংবাদ (শেখ সাইফুল ইসলাম কবির) -বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ফেরিঘাট এলাকায় সোমবার লোকমান মাঝি নামে এক পান ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারী সন্দেহে পুলিশ একজনকে করেছে।
জানা গেছে, পৌরসভার বারইখালী ১ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আছমত আলী মাঝির পুত্র লোকমান মাঝির (৫৫) সাথে প্রতিবেশেী ইউনুছ হাওলাদারের বাড়ির সীমানা নিয়ে দ্বন্ধ চলছিল। ঘটনার দিন বেলা ১২ টার দিকে এ দ্বন্ধের জের ধরে ইউনুছ হাওলাদারের (৪৫) বেধড়ক মারপিটে মারা যায় লোকমান মাঝি। মারপিটে আহত হয়েছে স্ত্রী নেহেরু বেগম(৪৫)। ইউনুছ বারইখালী ইউনিয়নের সুতালড়ী গ্রামের সুলতান হাওলাদারের পুত্র । পুলিশ নিহতের লাশ উদ্ধার ও ঘাতক ইউনুছকে আটক করেছে।
থানা অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলাম জানান, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। ঘাতক সন্দেহে ইউনুছকে আটক করা হয়েছে।

Comments are closed.

More News...

ঈদ সমাজে পারস্পরিক সৌহার্দ্যতা বৃদ্ধি করে ……লায়ন গনি মিয়া বাবুল

লায়ন গনি মিয়া বাবুল কবিসংসদ বাংলাদেশের সভাপতি নির্বাচিত