আজ মহান মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস

আজ মহান মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস

বাংলাদেশ সংবাদ – মহান মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস আজ ১৯শে মার্চ। ১৯৭১ সালের এই দিনে মহান স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে জয়দেবপুরের সংগ্রামী জনতা পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ শুরু করেছিলেন।

১৯ মার্চের বীরত্বকে অমর করে রাখতে ১৯৭২-১৯৭৩ সালে গাজীপুরের চৌরাস্তায় একটি ভাস্কর্য নির্মাণ করা হয়। ‘জাগ্রত চৌরঙ্গী’ নামের এই ভাস্কর্য মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য।

দিবসটি উপলক্ষে আজ ঢাকা ও গাজীপুরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ১০ টায় রাজধানীর বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে “ঊনিশে মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উৎযাপন কমিটি” এর উদ্যোগে “বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধ এবং সশস্ত্র সংগ্রামে জনতার অংশগ্রহণ” শিরোনামে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এছাড়াও আজ সন্ধ্যায় প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের বীরদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও বিকেল ৪টায় গাজীপুর জেলা শহরে শহীদ বরকত স্টেডিয়ামে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হবে।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন