ডাকসুর নবনির্বাচিত নেতৃত্ব গণভবনে

ডাকসুর নবনির্বাচিত নেতৃত্ব গণভবনে

বাংলাদেশ সংবাদ – ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নবনির্বাচিত ভিপি ও জিএস সহ নবনির্বাচিত সদস্যরা গণভবনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার জন্য পৌঁছেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো আলাদা গাড়িতে গণভবনে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। 

শনিবার (১৬ মার্চ) দুপুরে নুর নিজে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। বহরে তার সঙ্গে আছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক মো. আখতার হোসেন। 

নুর জানান, বিকেল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ডাকসুর বিজয়ী নেতাদের সাক্ষাৎ করার কথা রয়েছে।

এর আগে ভিপি জানান, ‘প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে আমরা অবশ্যই যাবো। এটা তো আর ব্যক্তিগত দাওয়াত নয়। প্রধানমন্ত্রী নিজে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের যাওয়া উচিত।’ 

শনিবার দুপুরে তিনি বলেন, ‘আমি বলেছিলাম, সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব গণভবনে যাবো কি-না? এখন সবাই সম্মতি দিয়েছে। আমরা গণভবনে যাচ্ছি।’

এদিকে ডাকসুর নব-নির্বাচিত এজিএস ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, ‘আমরা ছাত্রলীগের সবাই বিশ্ববিদ্যালয়ের বাসে করে গণভবন পৌঁছে গেছি। পাশাপাশি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসু নির্বাচনে ভিপি পদে পরাজিত রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজীত কুমার দাসও একসঙ্গে রয়েছেন।’ 

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন