ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলা, অল্পের জন্য রক্ষা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলা, অল্পের জন্য রক্ষা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

বাংলাদেশ সংবাদ – নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে দেশটির একটি সংবাদ মাধ্যম সংবাদ প্রকাশ করেছে।

ওই মসজিদে নামাজ পড়তে গিয়েছিল জাতীয় দলের ক্রিকেটাররা। বর্তমানে সব ক্রিকেটার নিরাপদে আছেন।

মসজিদটিতে বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবালসহ সফররত দলের কয়েকজন খেলোয়াড় জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। বাংলাদেশ দলের ক্রিকেটাররা সবাই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।

মসজিদের ভেতরে ঢুকে শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজের পরপরই বন্দুরকধারীরা এলোপাথাড়ি গুলি চালায়। একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, গুলিতে বেশকয়েকজন সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।

হামলায় ৪০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন