ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলা, অল্পের জন্য রক্ষা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলা, অল্পের জন্য রক্ষা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

বাংলাদেশ সংবাদ – নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে দেশটির একটি সংবাদ মাধ্যম সংবাদ প্রকাশ করেছে।

ওই মসজিদে নামাজ পড়তে গিয়েছিল জাতীয় দলের ক্রিকেটাররা। বর্তমানে সব ক্রিকেটার নিরাপদে আছেন।

মসজিদটিতে বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবালসহ সফররত দলের কয়েকজন খেলোয়াড় জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। বাংলাদেশ দলের ক্রিকেটাররা সবাই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।

মসজিদের ভেতরে ঢুকে শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজের পরপরই বন্দুরকধারীরা এলোপাথাড়ি গুলি চালায়। একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, গুলিতে বেশকয়েকজন সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।

হামলায় ৪০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন