সোলারিকেই চান বেনজেমা, মরিনহো নয়

সোলারিকেই চান বেনজেমা,  মরিনহো নয়

বাংলাদেশ সংবাদ – সোলারিকেই চান বেনজেমা, মরিনহো নয়।

আয়াক্স আমস্টারডামের বিপক্ষে হেরে, চ্যাম্পিয়ন্স লীগ থেকে ছিটকে পড়েছে রিয়াল মাদ্রিদ। সে ম্যাচের পরেই সবার ধারণা কোচের পদ হারাচ্ছেন সান্তিয়াগো সোলারি। বাকি মৌসুম চালিয়ে নিতে রিয়াল মাদ্রিদের অন্তবর্তীকালীন কোচ হিসেবে হোসে মরিনহোর নিয়োগ পাওয়ার কথাও শোনা যাচ্ছে। তবে দলের অন্যতম সেরা খেলোয়াড় করিম বেনজেমা সোলারিকেই তাদের কোচ হিসেবে চাচ্ছেন। 

ফরাসি তারকা বেনজেমা বলেন, ‘আমরা সোলারির পক্ষে। দল কোচের সঙ্গে না থাকলে এমন জয় আমরা পেতাম না। এখনই কেন কোচ পরিবর্তন হচ্ছে? মৌসুমে এখনও ১১ ম্যাচ বাকি আছে। আমরা আশা করছি তিনি শেষ অবধি আমাদের সঙ্গে থাকবেন।’

নিজেদের সম্পর্কে মূল্যায়ণ করতে গিয়ে তিনি বলেন, ‘আমরা আয়াক্সের বিপক্ষে খুব বড় এক ম্যাচে হেরেছি। কিন্তু তার মানে এই নয় যে, আমরা কোনদিন কিছুই জিতবো না। ভুলে গেলে চলবে না আমরা এই ক’বছরে অনেক কিছু জিতেছি। সেগুলো খুবই গুরুত্বপূর্ণ।’

Comments are closed.

More News...

লায়ন গনি মিয়া বাবুল কবিসংসদ বাংলাদেশের সভাপতি নির্বাচিত

সাহিত্যে রফিকুল হক দাদু ভাইয়ের অসামান্য অবদান রয়েছে ….. লায়ন গনি মিয়া বাবুল