গণফোরাম থেকে সুলতান মনসুর বহিষ্কার

গণফোরাম থেকে সুলতান মনসুর বহিষ্কার

বাংলাদেশ সংবাদ – দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে গণফোরাম থেকে সুলতান মনসুরকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে গণফোরামের সিনিয়র নেতাদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু জানান সুলতান মনসুরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মণ্টু সংবাদ সম্মেলনে জানান, দলীয় শৃংখলা-বিরোধী ও জাতীয় ঐক্যফ্রন্টের আদর্শবিরোধী কাজ করায় সুলতান মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কার করা হলো। সেই সঙ্গে তার দলীয় প্রাথমিক সদস্যপদও বাতিল করা হলো।

মোস্তফা মহসীন মন্টু বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনে সুলতান মনসুর মৌলভীবাজার-২ আসন থেকে গণফোরামের প্রার্থী হিসেবে ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে। তিনি ভোটে জয়ীও হন। তখন আমরা তাকে স্বাগতও জানিয়েছিলাম।’

উল্লেখ্য গণফোরাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বর্জন করলেও গণফোরামের প্রার্থী হিসেবে জয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেন সুলতান মনসুর। মুলত এই কারনেই সুলতান মনসুরকে দল থেকে বহিষ্কার করা হল।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন