ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের বিভিন্ন কর্মসূচি পালন

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের বিভিন্ন কর্মসূচি পালন

বাংলাদেশ সংবাদ – বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস ২০১৯ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ৭ মার্চ সকাল ৮টায় ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ‘৭ মার্চের ভাষণ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক লায়ন মোঃ শামসুল হুদা। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার, প্রচার সম্পাদক এডভোকেট খান চমন-ই-এলাহী, পাঠাগার সম্পাদক মোঃ কামাল হোসেন খান, নির্বাহী সদস্য মোঃ দুলাল মিয়া, মোঃ মাসুদ আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ভাষাসৈনিক লায়ন মোঃ শামসুল হুদা বলেন, ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতির এক অমূল্য সম্পদ। এই ভাষণ মহান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা ও শক্তি যুগিয়েছে।
সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, ৭ মার্চের ভাষণই ছিল মূলত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। এই ভাষণে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনের সঠিক দিক নির্দেশনা ছিল। এই ভাষণই বাঙালি জাতিকে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছে। জাতিসংঘের ইউনেস্কো এই ভাষণকে আন্তর্জাতিক মর্যাদায় স্বীকৃতি দিয়েছে। বিশ্বের অবহেলিত ও নিষ্পেষিত মানুষের মুক্তির সনদ হিসেবে এই ভাষণ চিরদিন কাজ করবে। এই ভাষণ নিয়ে ব্যাপক গবেষণা ও চর্চা করা প্রয়োজন। তিনি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য পলাশ চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ইমরান হোসেন, ফরিদা পারভীন সাথী, চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ বারাকাত হোসেন, সদস্য মোঃ হুমায়ুন কবির হিমু প্রমুখ।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন