বিএসএমএমইউ’তে নিরাপত্তা জোরদার করা হয়েছে

বিএসএমএমইউ’তে নিরাপত্তা জোরদার করা হয়েছে

বাংলাদেশ সংবাদ – সোমবার (৪ মার্চ) সকাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হৃদরোগে আক্রান্ত হয়ে বিএসএমএমইউতে চিকিৎসাধীন রয়েছেন। 

হাসপাতালের তিন নম্বর গেটের সামনে বেশকিছু পুলিশ সদস্য অবস্থান নিয়েছে।

ক্যামেরাসহ কোনো সাংবাদিক হাসপাতালে প্রবেশ করতে পারছে না। এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা জানান, সকাল ৭টা থেকে আমরা এখানে আছি। নিরাপত্তার স্বার্থে দায়িত্ব পালন করছি। নিরাপত্তার কার‌ণে সাধার‌ণের কো‌নো গা‌ড়ি বিএসএমএমইউতে প্র‌বেশ কর‌তে দি‌চ্ছি না।

সূত্র জানায়, নি‌র্দেশনা অনুযায়ী কো‌নো নেতাকর্মীদেরও ভেত‌রে প্র‌বেশ কর‌তে দে‌য়া হবে না।

Comments are closed.

More News...

ঈদ সমাজে পারস্পরিক সৌহার্দ্যতা বৃদ্ধি করে ……লায়ন গনি মিয়া বাবুল

লায়ন গনি মিয়া বাবুল কবিসংসদ বাংলাদেশের সভাপতি নির্বাচিত