অধিনায়ক রিয়াদ দায়ী করলেন ব্যাটিং ব্যর্থতাকে

অধিনায়ক রিয়াদ দায়ী  করলেন ব্যাটিং ব্যর্থতাকে

বাংলাদেশ সংবাদ – নিউজিল্যান্ডে প্রথম টেস্টেে বাংলাদেশের ভরাডুবির জন্য ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করলেন অধিনায়ক রিয়াদ।

প্রথম ইনিংসটাতে দাঁড়াতে না পারলেও দ্বিতীয় ইনিংসের মোটামুটি একটা প্রতিরোধ গড়েছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবুও লজ্জার হার এরাতে পারেননি তারা। স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে তারা হেরেছে ইনিংস ও ৫২ রানের ব্যবধানে।

স্বাগতিকদের এমন জয়ে নিজের ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ভারপ্রাপ্ত এই অধিনায়কের মতে পিচ ছিল ব্যাটিং কিন্তু ভালো করার সুযোগ হারিয়েছে বাংলাদেশ।

নিজেদের ব্যর্থতাও অবশ্য মেনে নিয়েছেন অধিনায়ক, ‘উইকেট এই টেস্টে খুবই ভালো ছিল ব্যাটিংয়ের জন্য, আমি তো মনে করি আমরা বড় একটা সুযোগই হারিয়েছি। প্রথম ইনিংসে ১২০ রান তুলে ফেলেছিলাম মাত্র ১ উইকেট হারিয়ে, কিন্তু তারপরেও বেশি দূর যেতে পারিনি।’

প্রথম ও দ্বিতীয় ইনিংসে শুরুটা বেশ ভালো করেছিলেন ওপেনাররা। তাদের বিদায়ের পরপরই টপঅর্ডার ব্যর্থতার পরিচয় দিয়েছে। তবে চতুর্থ দিনের শুরুতেই সৌম্য ও রিয়াদের ইতিবাচক ব্যাটিং বাংলাদেশকে ইনিংস অন্তত ইনিংস পরাজয় থেকে বাঁচার স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু সৌম্য আউট হয়ে যাওয়ার পর লিটন-মিরাজরা যোগ্য সঙ্গ দিতে পারেননি।

দুই ইনিংস নিউজিল্যান্ডের দুইজন পেসার পাঁচ উইকেট করে নিয়েছেন। বাংলাদেশের বিশ উইকেটই তুলে নিয়েছে কিউই বোলাররা। রিয়াদ জানান, ‘নিউজিল্যান্ডের বোলাররা ঠিক জায়গা বল ফেলে পুরো ব্যাপারটা আমাদের জন্য কঠিন করে তুলেছিল।’

তামিম ইকবাল দুই ইনিংসেই রান করেছেন। সৌম্য-রিয়াদও সেঞ্চুরি করেছেন দ্বিতীয় ইনিংসে। তবুও দল হেরেছে ইনিংস ব্যবধান। নিজের শতক নিয়ে প্রতিক্রিয়া জানাতে যেয়ে অধিনায়ক রিয়াদ বলেন, ‘আমাদের ব্যাটিংয়ের ধারাবাহিকতা দরকার। যে রান দলকে জেতাতে পারে না, সেই রানে আসলে কোনো লাভ নেই।’

দুই ইনিংসে যথাক্রমে ১২৬ ও ৭৪ রান তামিম ইকবালকে অবশ্য কৃতিত্ব দিতে ভুলেননি অধিনায়ক। তিনি বলেন, ‌‘তামিম দুর্দান্ত এক ব্যাটসম্যান। বাংলাদেশ দলের হয়ে সে গত এক যুগ ধরেই দুর্দান্ত খেলে যাচ্ছে।’

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন