ভারতীয় পাইলট অভিনন্দনকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইমরান খান

ভারতীয় পাইলট অভিনন্দনকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইমরান খান

বাংলাদেশ সংবাদ – আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল পার্লামেন্টে তিনি এ ঘোষণা দেন।

আজ শুক্রবার ( ১ মার্চ) তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানান ইমরান খান। এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে ভারতের সামরিক কর্মকর্তারা। 

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতের তিন সশস্ত্র বাহিনীর যৌথ এক সংবাদ সম্মেলনে এয়ার ভাইস মার্শাল আরজিকে কাপুর বলেছেন, ‘আমাদের পাইলট মুক্তি পাচ্ছে। এতে আমরা খুশি।’

পাইলটের এ প্রত্যাবর্তনকে সংঘাতময় পরিস্থিতির সমাধান হিসাবে বিবেচনা করছেন কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি কিছু বলেননি।

উল্লেখ্য গত বুধবার কাশ্মীরে আকাশ সীমানা লঙ্ঘন করায় ভারতের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তানের সেনাবাহিনী। এর মধ্যে একটি বিমান কাশ্মীরে ভারত সীমান্তে পড়লেও অপরটি পড়ে পাকিস্তানের মধ্যে। ওই বিমানে থাকা পাইলটকে আটক করা হয়। পরে পাইলটের একটি ভিডিও প্রকাশ করা হয়। 

ভারত সরকার তাদের একজন আহত বৈমানিক পাকিস্তানের হাতে আটক হয়েছে উল্লেখ করে এক বিবৃতিতে তাকে দ্রুত এবং নিরাপদে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিল।

এর পরিপ্রেক্ষিতে ইমরান খান শান্তির বার্তা দিতে পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা দেন।

Comments are closed.

More News...

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন-লায়ন মোঃ গনি মিয়া বাবুল

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল