এক এক করে বাড়ছে লাশের সংখ্যা; এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার

এক এক করে বাড়ছে লাশের সংখ্যা; এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার

বাংলাদেশ সংবাদ – রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা একে একে বাড়ছেই।

গতকাল রাত ১১.৩০ মিনিটের দিকে একটি পাঁচতলা ভবনের সামনে রাখা প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণের(প্রথমিকভাবে ধারনা অনুযায়ী) মধ্যে দিয়ে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। আগুনটি দ্রুতই ঐ ভবনসহ আশে পাশের প্রায় পাচটি ভবনে ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রায় ৩৭ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ শুরু করে।

প্রথম অবস্থায় আগুন নিয়ন্ত্রণের পর পাঁচটি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। ভোর পাঁচটার আগ পর্যন্ত মরদেহ পাওয়া যায় ৪১টি। সর্বশেষ পাওয়া খবরে বৃহস্পতিবার সাকাল ৮টায় জানা গেছে এখন পর্যন্ত ৬৯টি মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন। পুড়ে যাওয়া লাশগুলো এখনো সনাক্ত করা যায়নি।

এর আগে প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে সকাল সাড়ে ৭টা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। থেমে থেমে বিস্ফোরণের শব্দও পাওয়া যাচ্ছে। আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে ফায়ার সার্ভিসের তরফ থেকে বলা হয়েছে।

Comments are closed.

More News...

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন-লায়ন মোঃ গনি মিয়া বাবুল

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল