ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করলো স্বাগতিক নিউজিল্যান্ড

ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করলো স্বাগতিক নিউজিল্যান্ড

বাংলাদেশ সংবাদ – বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করলো স্বাগতিক নিউজিল্যান্ড। আজ সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ৮ উইকেটে হারিয়েছে টাইগারদের। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করে ৪৮ দশমিক ৫ ওভারে ২৩২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে গাপটিলের অপরাজিত ১১৭ রানের সুবাদে ৩৩ বল বাকি রেখেই ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।

স্কোর কার্ড :
বাংলাদেশ ইনিংস :
তামিম ইকবাল ক লাথাম ব বোল্ট ৫
লিটন দাস বোল্ড ব হেনরি ১
সৌম্য সরকার ক এন্ড ব হেনরি ৩০
মুশফিকুর রহিম বোল্ড ব বোল্ট ৫
মোহাম্মদ মিথুন বোল্ড ব ফার্গুসন ৬২
মাহমুদুল্লাহ রিয়াদ ক টেইলর ব ফার্গুসন ১৩
সাব্বির রহমান স্টাম্প লাথাম ব স্যান্টনার ১৩
মেহেদি হাসান মিরাজ ক নিশাম ব স্যান্টনার ২৬
মোহাম্মদ সাইফউদ্দিন ক গাপটিল ব স্যান্টনার ৪১
মাশরাফি বিন মর্তুজা অপরাজিত ৯
মুস্তাফিজুর রহমান বোল্ড ব বোল্ট ০
অতিরিক্ত (লে বা-৫, নো-১, ও-১৬, পে-৫) ২৭
মোট (অলআউ, ৪৮.৫ ওভার) ২৩২
উইকেট পতন : ১/৫ (তামিম), ২/১৯ (লিটন), ৩/৪২ (মুশফিকুর), ৪/৪২ (সৌম্য), ৫/৭১ (মাহমুদুল্লাহ), ৬/৯৪ (সাব্বির), ৭/১৩১ (মিরাজ), ৮/২১৫ (সাইফউদ্দিন), ৯/২২৯ (মিথুন), ১০/২৩২ (মুস্তাফিজুর)।
নিউজিল্যান্ড বোলিং :
হেনরি : ৯-১-৪৮-২,
বোল্ট : ৯.৫-০-৪০-৩ (ও-১, নো-১),
গ্র্যান্ডহোম : ৫-০-১৯-০,
ফার্গুসন : ১০-১-৪৪-২ (ও-৬),
স্যান্টনার : ৮-০-৪৫-৩ (ও-১),
নিশাম : ৭-০-২৬-০ (ও-৪)।
নিউজিল্যান্ড ইনিংস :
মার্টিন গাপটিল অপরাজিত ১১৭
হেনরি নিকোলস বোল্ড ব মিরাজ ৫৩
কেন উইলিয়ামসন এলবিডব্লু ব মাহমুদুল্লাহ ১১
রস টেইলর অপরাজিত ৪৫
অতিরিক্ত (লে বা-৩, ও-৪) ৭
মোট (৪৪.৩ ওভার, ২ উইকেট) ২৩৩
উইকেট পতন : ১/১০৩ (নিকোলস), ২/১৩৭ (উইলিয়ামসন)।
বাংলাদেশ বোলিং :
মাশরাফি : ৮.৩-০-৩৩০ (ও-১),
সাইফউদ্দিন : ৭-০-৪৩-০ (ও-২),
মুস্তাফিজুর : ৮-০-৩৬-০,
মিরাজ : ৮-১-৪২-১,
সাব্বির : ৭-০-৪১-০,
মাহমুদুল্লাহ : ৫-০-২৭-১,
সৌম্য : ১-০-৮-০ (ও-১।
ফল : নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)।
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

Comments are closed.

More News...

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন-লায়ন মোঃ গনি মিয়া বাবুল

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল