১৪ দল সংসদে সরকারের ত্রুটি-বিচ্যুতি বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবে

১৪ দল সংসদে সরকারের ত্রুটি-বিচ্যুতি বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবে

বাংলাদেশ সংবাদ – প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে কেন্দ্রীয় ১৪ দল চোখের মণির মতো রক্ষা করবে। একইভাবে সরকারের ত্রুটি-বিচ্যুতি বস্তুনিষ্ঠভাবে সংসদে তুলে ধরবে।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম আজ ১৪ দলের সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

এসময় মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি-জামায়াত জাতীয় নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হলেও এখনও তারা সক্রিয় আছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারা দেশে-বিদেশে অপপ্রচার চালাচ্ছে। তারা আপাতত ঘাপটি মেরে থাকলেও যে কোন সময়ে বিষাক্ত সাপের মতো ছোবল মারতে পারে।’

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, ওয়ার্কার্স পার্টিও সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ(একাংশ)’র সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানসহ ১৪ দলের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

Comments are closed.

More News...

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন-লায়ন মোঃ গনি মিয়া বাবুল

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল