টেকসই উন্নয়নের জন্যে গণমাধ্যমের ইতিবাচক ও বস্তুনিষ্ঠ ভূমিকা অপরিহার্য – লায়ন মোঃ গনি মিয়া বাবুল

টেকসই উন্নয়নের জন্যে গণমাধ্যমের ইতিবাচক ও বস্তুনিষ্ঠ ভূমিকা অপরিহার্য – লায়ন মোঃ গনি মিয়া বাবুল

বাংলাদেশ সংবাদ – বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, টেকসই উন্নয়নের জন্যে গণমাধ্যমের ইতিবাচক ও বস্তুনিষ্ঠ ভূমিকা অপরিহার্য।যার পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রতিনিয়ত কাজ করছে।

বর্তমান সরকার গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। যার সুফল সাংবাদিকরা ইতিমধ্যে পাচ্ছেন। তিনি আরো বলেন, শক্তিশালী গণতন্ত্র ও মানবাধিকার সুনিশ্চিত করতে শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম প্রয়োজন। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরী।

জাতীয় সাংবাদিক সংস্থার ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আনন্দ সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে সংস্থার সহ-সভাপতি আলমগীর গনি এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংস্থার মহাসচিব মোঃ আবুল বাসার মজুমদার, সহ-সভাপতি বাবু রতন কুমার রায়, নির্বাহী সদস্য মুক্তা বেগম, প্রেসিডিয়াম সদস্য হাকীম মুহাম্মদ ফজলুর রহমান, ঢাকা বিভাগ সাংগঠনিক সচিব আবু ছালেক ভূইয়া, প্রিয়াঙ্কা ইসলাম, কেন্দ্রীয় সাধারণ পরিষদ সদস্য মাসুদ আলম, দপ্তর সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, সৈয়দা রোকসানা পারভীন (রুবি), জসিম উদ্দিন, হাকীম এস এম হারুনুর রশীদ, কাজী আরিফ হাসান, নাদিবুর রহমান, জামিলা আক্তার পারুল প্রমুখ। এরপর সংস্থার স্থায়ী পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর ৫১, ৫১/এ পুরানা পল্টন কার্যালয়ে সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Comments are closed.

More News...

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন-লায়ন মোঃ গনি মিয়া বাবুল

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল