সংরক্ষিত নারী আসনে আওয়ামীলীগের মনোনয়ন ঘোষণা

সংরক্ষিত নারী আসনে আওয়ামীলীগের মনোনয়ন ঘোষণা

বাংলাদেশ সংবাদ – একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামীলীগের মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে প্রার্থী তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মনোনীত প্রার্থীরা হলেন –

কুমিল্লা থেকে আঞ্জুম সুলতানা,
বরগুনা থেকে সুলতানা নাদিরা,
জামালপুর থেকে হোসনে আরা,
গাজীপুরে রুমানা আলী,
ব্রাহ্মণবাড়িয়া থেকে উম্মে ফাতেমা নাজমা বেগম,
নেত্রকোনা থেকে ছাবিশ রহমান খান (শেফালী),
পিরোজপুর থেকে শেখ অ্যানি রহমান,
টাঙ্গাইল থেকে অপরাজিতা হক,
সুনামগঞ্জ থেকে শামীমা আক্তার খানম,
গাজীপুর থেকে শামসুন্নাহার,
মুন্সিগঞ্জে ফজিলাতুন নেসা,
নীলফামারী থেকে রাবেয়া আলীম,
নরসিংদীতে তামান্না নুসরাত বুবলী,
গোপালগঞ্জ থেকে নার্গিস রহমান,
ময়মনসিংহ থেকে মনিরা সুলতানা,
ঢাকা থেকে নাহিদ ইজহার খান,
ঝিনাইদহ থেকে খালেদা খানম,
বরিশালে সৈয়দা রুবিনা মিরা,
চট্টগ্রাম থেকে ওয়াসিকা আয়েশা খান,
পটুয়াখালী থেকে কাজী কানিজ সুলতানা,
খুলনা থেকে অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্না সরকার,
ঢাকায় সুবর্ণা মুস্তাফা,
দিনাজপুর থেকে জাকিয়া তাবাসসুম,
নোয়াখালী থেকে ফরিদা খানম,
খাগড়াছড়ি থেকে বাসন্তী চাকমা,
কক্সবাজার থেকে কানিজ ফাতেমা আহমেদ,
ফরিদপুরে রুশেমা বেগম,
কুষ্টিয়া থেকে সৈয়দা রাশিদা বেগম,
মৌলভীবাজার থেকে সৈয়দা জোহরা আলাউদ্দিন,
রাজশাহী থেকে সাবিনা আনজুম মিতা,
কুমিল্লা থেকে আরমা দত্ত,
খুলনা থেকে শিরিনা নাহার,
চাঁপাইনবাবগঞ্জ থেকে ফেরদৌসী ইসলাম জেসী,
শরীয়তপুর থেকে পারভীন হক সিকদার,
রাজবাড়ী থেকে খাদেজা নুসরাত,
ঢাকায় শবনম জাহান শিলা,
চট্টগ্রাম থেকে খাদিজাতুল আনোয়ার,
নেত্রকোণা থেকে জাকিয়া পারভীন খানম,
মাদারীপুর থেকে তাহমিনা বেগম,
ঢাকা থেকে শিরীন আহমেদ ও জিন্নাতুল বাকিয়া।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন