কারাগারে এক বছর পূর্ণ হলো বেগম খালেদা জিয়ার

কারাগারে এক বছর পূর্ণ হলো বেগম খালেদা জিয়ার

বাংলাদেশ সংবাদ – বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত বছরের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দী হন। ফলে বৃহস্পতিবার ৭ ফেব্রুয়ারি কারাবাসের এক বছর পূর্ণ হলো বেগম খালেদা জিয়ার।

এদিকে দলীয় চেয়ারপারসনের মুক্তির জন্য আইনি পথে হাঁটছে অন্যতম বৃহত্তর এই দলটি । অন্যদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথের আন্দোলন তেমন জোরদারও হচ্ছে না। ফলে আইনি ও আন্দোলন দুটো পথের কোনোটি থেকে এখন পর্যন্ত আশানুরূপ ফল পায়নি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম বৃহৎ এই দলটি।

এর মধ্যে খালেদা জিয়াকে ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিএনপির ভরাডুবির পর দলের নেতা-কর্মী, সমর্থক এমনকি সাধারণ মানুষের মনে প্রশ্ন বিএনপি তাহলে কী করবে। কারাগারে থেকেই খালেদা জিয়া দলের নেতৃত্ব দেবেন না কি তাঁর মুক্তির জন্য বিএনপি কঠোর আন্দোলনে যাবে। দলের মধ্যে এমন আলোচনাও আছে সরকার না চাইলে খালেদা জিয়ার মুক্তি কোনো ভাবেই সম্ভব নয়। সে ক্ষেত্রে বিএনপি কি খালেদা জিয়ার জন্য সরকারের সঙ্গে সমঝোতা করবে। আর সেটা চাইলে কী দিয়ে হবে সেই সমঝোতা?

উল্লেখ্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুটি মামলায় সাজাপ্রাপ্ত। যার মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দশ বছরের আর অন্যটি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছরের জেল দিয়েছে আদালত।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়। একই বছরের ৩০ শে অক্টোবর বেগম খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেয় হাইকোর্ট।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন