প্রথম সপ্তাহেই বাংলা একাডেমির স্টলে ২৫ লাখ টাকার বই বিক্রি

প্রথম সপ্তাহেই  বাংলা একাডেমির স্টলে ২৫ লাখ টাকার বই বিক্রি

বাংলাদেশ সংবাদ – প্রথম সপ্তাহেই বাংলা একাডেমির স্টলে ২৫ লাখ টাকার বই বিক্রি হয়েছে।

অমর একুশের গ্রন্থমেলা উপলক্ষে আজ বাংলা একাডেমি আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হয়।

এতে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী বলেন – বইমেলা আমাদের প্রাণের মেলা। সবার মেলা। মেলার মূল বিষয় হচ্ছে বই প্রকাশ ও বিক্রি। ছয়দিনে বাংলা একাডেমির বিক্রি গতবারের চেয়ে ৭ লাখ টাকা বেড়েছে। আমরা আশা করছি মেলার সকল স্টলেই বিক্রি গতবারের চেয়ে এবার বৃদ্ধি পাবে। একাডেমির আকাংখা হচ্ছে, মানের দিক থেকে ভাল বই প্রকাশ এবং ভাল প্রকাশক বৃদ্ধি পাক। এবারের মেলায় এ পর্যন্ত প্রকাশিত ৮ শতাধিক বইয়ের মধ্যে মান সম্পন্ন বইয়ের সংখ্যাও কম নয়।

সংবাদ সম্মেলনে জানান হয় – অমর একুশে গ্রন্থমেলায় এবার ছয়দিনে বাংলা একাডেমির নিজস্ব স্টলে ২৫ লাখ সাড়ে আট হাজার টাকার বই বিক্রি হয়েছে। গত মেলায় ছয়দিনে একাডেমির বিক্রি ছিল ১৮ লাখ তিন হাজার টাকা। এবারের ছয়দিনে বিক্রি ৭ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে অমর একুশে গ্রন্থমেলা আয়োজনের জন্য বাংলা একাডেমির পক্ষ থেকে স্থায়ী মাঠ অথবা জায়গা বরাদ্দ দেয়ার জন্য একাডেমির পক্ষ থেকে সরকারের প্রতি আহবান জানান হয়েছে। স্থায়ী জায়গা বরাদ্দ পেলে মেলার স্থাপনা নির্মাণ এবং অন্যান্য নির্মাণ ব্যয়ে বিপুল টাকা সাশ্রয় হবে ।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন